খালেদা জিয়া: বিএনপি নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের কাছে আবেদন করেছে তাঁর পরিবার

ছবির উৎস, BNP
বাংলাদেশে প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যেতে তার পরিবার সরকারের কাছে আবেদন করেছে।
খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাৎ করে এই লিখিত আবেদন জমা দিয়েছেন।
শামীম ইস্কান্দার বলেছেন, ডাক্তাররা তার বোন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেয়ার পর তারা সরকারের কাছে এই আবেদন করেছেন।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন এই আবেদনটিকে সরকার ইতিবাচকভাবেই দেখছে।
এর আইনগত দিক পরীক্ষা করে দেখার জন্য আবেদনপত্রটি ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, এবিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোভাবও ইতিবাচক।
আরো পড়তে পারেন:
এবিষয়ে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যেই সিদ্ধান্ত হতে পারে বলে তিনি সাংবাদিকদের জানান।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর খালেদা জিয়া ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।








