সুপার লিগ: ব্রিটনি স্পিয়ার্সের সংসার, ব্রায়ান লারার ইনিংসসহ যে পাঁচটি জিনিস ইউরোপিয়ান সুপার লিগের চেয়ে বেশি সময় টিকেছে

ব্রিটনি স্পিয়ার্সের প্রথম সংসার ও যে চারটি জিনিস সুপার লিগের চেয়ে বেশি সময় টিকেছে

ছবির উৎস, Getty Images

এই সপ্তাহের শুরুতেই মনে হচ্ছিল যেন ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় রদবদল বোধহয় হয়েই গেল। ১২টি ক্লাব আলাদা হয়ে একটা লিগ খেলবে, প্রতি মাসেই রেয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লিভারপুল!

ইউরোপের ১২ ক্লাব মিলে ইউরোপিয়ান সুপার লিগ... পরিকল্পনা, ঘোষণা, সমালোচনা এরপর বাতিল। এসবই হলো মাত্র দুইদিনের মধ্যে।

তাই বিবিসি পাঠকদের জন্য একটি তালিকা তৈরি করেছে যে তালিকায় আপনি পাবেন, যেসব জিনিস এই ইউরোপিয়ান সুপার লিগের চেয়ে বেশিদিন টিকে গেছে

সুয়েজ খালের জাহানিয়ে নাটকীয়তা

এই তো গত মাসেই তুলকালাম আলোচনা হল এমন এক জাহাজ নিয়ে যেটি পুরো বিশ্বের বানিজ্যে প্রভাব ফেলে।

সুয়েজ খালে আটকে পড়া সেই জাহাজের নাম, এভারগিভেন।

সেটিও আটকে ছিল ছয়দিন! যা ইএসএলের চেয়েও চারদিন বেশি।

সুয়েজ খালে আটকে যাওয়া জাহাজ

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সুয়েজ খালে আটকে যাওয়া জাহাজ

ব্রিটনি স্পিয়ার্সের প্রথম সংসার

একটা লিগ যেটা কখনো মাঠেই গড়ায়নি সেটার চেয়ে যে একটা বিয়ে বেশি সময় টিকবে সেটাই স্বাভাবিক হওয়া উচিৎ।

কিন্তু সেটা যদি হয় ব্রিটনি স্পিয়ার্সের বিয়ে। নাহ, এটা ছিল ২০০৪ সালের সময়কার ট্রেন্ডিং ঘটনা, যদি ট্রেন্ডিং বলে তখন কিছু থেকে থাকে।

২০০৪ সালে আমেরিকান অভিনেতা জেসন আলেকজান্ডার ও সঙ্গীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্সের বিয়ে টেকে মাত্র ৫৫ ঘণ্টা।

সেটাও ৭ ঘণ্টার ব্যবধানে হারিয়ে দিতে পারবে ইউরোপিয়ান সুপার লিগের এই আইডিয়াকে।

২০০৪ সালে আমেরিকান অভিনেতা জেসন আলেকজান্ডার ও সঙ্গীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্সের বিয়ে টেকে মাত্র ৫৫ ঘণ্টা।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ২০০৪ সালে আমেরিকান অভিনেতা জেসন আলেকজান্ডার ও সঙ্গীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্সের বিয়ে টেকে মাত্র ৫৫ ঘণ্টা।

ব্রায়ান লারার ইনিংস

২০০৪ সালের এই এপ্রিল মাসেই ইংল্যান্ডের সাথে ব্রায়ান লারা একটা ইনিংস খেলেন।

সেন্ট জোনসে ১০ই এপ্রিল ব্যাট করতে নামার পর লারা, ১১ই এপ্রিল পেরিয়ে ১২ই এপ্রিল পর্যন্ত অপরাজিত ছিলেন। রান তুলেছেন চারশো। যা টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

ইএসএল-এর এই পরিকল্পনা টিকেছে মাত্র ৪৮ ঘণ্টা।

ব্রায়ান লারা দাবি করতেই পারেন, তিনি ইউরোপের এই ক্লাবগুলোর মহাপরিকল্পনা থেকে বেশি সময় টিকেছেন উইকেটে।

আরো অনেক কিছুই আছে যা ইউরোপিয়ান সুপার লিগের চেয়ে বেশি সময় টিকেছে কিন্তু এমন কিছু ভাবতে পারেন যা আপনার ঘরেই আছে?

আরো অনেক কিছুই আছে যা ইউরোপিয়ান সুপার লিগের চেয়ে বেশি সময় টিকেছে কিন্তু এমন কিছু ভাবতে পারেন যা আপনার ঘরেই আছে?

ছবির উৎস, Getty Images

আপনার ফ্রিজে রাখা দুধ

এই সুপার লিগ যখন ঘোষণা দেয়া হয় তখন যেই পাত্রের দুধ দিয়ে আপনি চা বানিয়েছিলেন, সেটা দিয়েই আপনি সেটা বাতিল হওয়ার পরেই চা বানাতে পারবেন অনায়াসেই।

বার্গার!

কিছু মাংস আছে যা হজম হতে লাগে অন্তত দুইদিন। যখন ইউরোপিয়ান সুপার লিগের ঘোষণা হয়, তখন যদি আপনি মাংস আছে এমন কোন বার্গার খেয়ে থাকেন।

যখন ইএসএল বাতিল হল, তখনও সেটার কিছু অংশ আপনার পাকস্থলীতেই আছে।