করোনা ভাইরাস: শনাক্তের সংখ্যা কমলেও মৃত্যুর সংখ্যা এখনও একশো'র কাছাকাছি

বাংলাদেশের হাসপাতালগুলো এখন রোগীতে সয়লাব

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশের কোভিড হাসপাতালগুলো এখন রোগীতে সয়লাব

বাংলাদেশে মঙ্গলবারের তুলনায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিতদের শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে ৪,২৮০ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাকাত হয়েছেন।

এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ রোগে মোট ১০,৬৮৩ জনের মৃত্যু হলো।

এর আগে টানা চারদিন শতাধিক মৃত্যুর পর মঙ্গলবার মৃত্যু সংখ্যা একশো'র নিচে নেমে আসে। মঙ্গলবার বাংলাদেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৯১ জনের।

সেদিন বাংলাদেশে ৪,৫৫৯ জন রোগী শনাক্ত হয়েছিল।

বিবিসি বাংলায় আরো পড়ুন

বাংলাদেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩২ হাজার ৬০ জন।

গত একদিনে ২৮,৪০৮ টি নমুনা পরীক্ষা করে আক্রান্তের এসব তথ্য পাওয়া গেছে।

শনিবার থেকে সোমবার পর্যন্ত তিনদিনের মৃত্যুহার বিবেচনা করলে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রতি ১৫ মিনিটে একজনের মৃত্যু হচ্ছিল।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, শনিবার থেকে সোমবার পর্যন্ত তিনদিনের মৃত্যু হার বিবেচনা করলে দেখা যায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রতি ১৫ মিনিটে একজনের মৃত্যু হচ্ছিল

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এই সময়ে ৭,০৭২ জন রোগী সুস্থ হয়েছেন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৬ লাখ ৩৫ হাজার ১৮৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।

শনিবার থেকে সোমবার পর্যন্ত তিন দিনের মৃত্যুহার বিবেচনায় বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রতি ১৫ মিনিটে একজনের মৃত্যু হচ্ছিল। এপ্রিল মাসের মৃত্যুর হার বিবেচনা করলে দেখা যায় যে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এই মাসে প্রতি ১৮ মিনিটে একজনের মৃত্যু হচ্ছে।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস বলেন, ''নতুন শনাক্ত আর মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। বিশ্বজুড়ে প্রতি সপ্তাহে নতুন শনাক্ত হওয়ার সংখ্যা গত দুইমাসে দ্বিগুণ হয়ে গেছে।''

বিবিসি বাংলার অন্যান্য খবর: