করোনা ভাইরাস: ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ছয় হাজার শনাক্ত, মৃত্যৃ ৫৯

করোনা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, কোভিড১৯ পরীক্ষার জন্য বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ বেড়েছে - ফাইল ফটো।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৬,৪৬৯ জন। এটিই হচ্ছে এ পর্যন্ত একদিনে শনাক্ত হওয়া সবচেয়ে বেশি সংখ্যা।

করোনাভাইরাসের সংক্রমণ বাংলাদেশে প্রতিদিনই যে খারাপ অবস্থার দিকে যাচ্ছে গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান সেটি নির্দেশ করে।

সংক্রমণে গত ২৪ ঘণ্টায় ৫৯ জনের মৃত্যু হয়েছে।

পরীক্ষা বিবেচনায় একদিনে শনাক্তের হার ২৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ২৮,১৯৮টি পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল বুধবার ৫,৩৫৮ জন শনাক্ত হয়েছিল।

বিবিসি বাংলায় আরো পড়ুন

গত বছরের মার্চের ৮ তারিখে বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।

এরপরের দুই মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিন অংকের মধ্যে থাকলেও সেটা বাড়তে বাড়তে জুলাই মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

গত বছর দোসরা জুলাই সর্বোচ্চ ৪,০১৯ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়।

এরপর বেশ কিছুদিন দৈনিক শনাক্তের সংখ্যা কমতে কমতে এক পর্যায়ে তিনশর ঘরে নেমে এসেছিল।

তবে মার্চের শুরু থেকেই শনাক্তে ঊর্ধ্বগতি শুরু হয়।

এমনকি মৃত্যুর সংখ্যাও বেশ কিছুদিন দশের নিচে ছিল। কিন্তু তাতে দেখা যাচ্ছে ঊর্ধ্বগতি।