উত্তর কোরিয়া: কিম জং আন-এর স্ত্রীকে এক বছর পর আবার প্রকাশ্যে দেখা গেল

উত্তর কোরিয়ার নেতা কিম জং আনের প্রয়াত পিতার জন্মবার্ষিকী উদযাপনের এক সঙ্গীতাানুষ্ঠানে কিম জং আন ও স্ত্রী রি সল জু

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, মঙ্গলবার এক সঙ্গীতানুষ্ঠানে মিজ রি এবং মি. কিম দুজনকেই দেখা গেছে হাস্যোজ্জ্বল মুখে

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম খবর দিয়েছে যে দেশটির নেতা কিম জং আন-এর স্ত্রী এক বছরেরও বেশি সময় পর প্রথম বারের মত আবার জনসমক্ষে এসেছেন।

কিম জং আনের প্রয়াত পিতা ও দেশটির সাবেক নেতা কিম জং ইল-এর জন্মবার্ষিকী উপলক্ষে এক সঙ্গীতানুষ্ঠানে কিমের স্ত্রী রি সল-জু স্বামীর সাথে যোগ দেন।

অতীতে মিজ রি বড় বড় অনুষ্ঠানগুলোতে প্রায়ই তার স্বামীর সাথে যোগ দিতেন, কিন্তু গত বছরের জানুয়ারি মাস থেকে তাকে আর বাইরে কোথাও দেখা যায়নি।

তাকে বাইরে দেখা না যাওয়ার কারণে তার স্বাস্থ্য নিয়ে অথবা তিনি সন্তানসম্ভবা কি-না, তা নিয়ে নানাধরনের জল্পনা চলছিল।

জানা যাচ্ছে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা দেশটির কংগ্রেসের সদস্যদের গতকাল খবর দিয়েছে যে, কোভিড-১৯ নিয়ে উদ্বেগের কারণে মিজ রি বাইরে বেরুনো বন্ধ করে দিয়েছিলেন এবং সম্ভবত তিনি ঘরে সন্তানদের সাথে সময় কাটাচ্ছিলেন।

বিবিসি বাংলায় আরও পড়তে পারেন:

তবে উত্তর কোরিয়া থেকে একজনেরও কোভিড-১৯ শনাক্ত হবার খবর এখনও পাওয়া যায়নি।

দেশটি গত বছরের জানুয়ারি মাস থেকে সীমান্ত বন্ধ করে রেখেছে এবং জানিয়েছে যে সেখানে কারো ভাইরাস সংক্রমণ হয়নি। যদিও বিশেষজ্ঞরা মনে করেন এটা অসম্ভব।

উ. কোরিয়ার সাবেক নেতার স্মরণে এক সঙ্গীতানুষ্ঠানে দেশটির নেতা কম জং আন ও তার স্ত্রী রি সল জু

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, এই কনসার্ট অনুষ্ঠানে উল্লেখযোগ্যভাবে কাউকেই মাস্ক পরতে বা সামাজিক দূরত্ব মেনে আসন নিতে দেখা যায়নি

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মুখপাত্র হিসাবে পরিচিত সংবাদপত্র রডং সিনমান-এ বলা হয়েছে, মঙ্গলবার মানসুডাই আর্ট থিয়েটার প্রেক্ষাগৃহে উপস্থিত জনতার "কানফাটানো হর্ষধ্বনি"র মধ্যে দিয়ে স্ত্রীকে নিয়ে দেশটির নেতা কিম জং আন হলে ঢোকেন।

ছবিতে দেখা যায় যে এই দম্পতি হাসিমুখে অনুষ্ঠান দেখছেন। আরও দেখা যায় কারোর মুখে মাস্ক নেই এবং কেউ সামাজিক দূরত্ব মেনে বসেননি।

Presentational grey line

রি সল-জু

মিজ রি অবস্থাপন্ন অভিজাত পরিবারের মেয়ে। বিশ্লেষক চেয়ং সিওং-চাং জানাচ্ছেন, মিজ রি-র বাবা একজন অধ্যাপক এবং মা স্ত্রীরোগ চিকিৎসক।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মিজ রি-র বয়স ৩১ বছর এবং এক সময় তিনি ছিলেন উনহাসু অর্কেস্ট্রা দলের একজন গায়িকা। এটি দেশটির উচ্চ মার্গের একটি সঙ্গীত দল, যেখানে অংশগ্রহণকারীদের বাছাই করে রাষ্ট্র।

মি. চেয়ং বলেন, ধারণা করা হয় ২০০৯ সালে মি. কিম-এর সাথে তার বিয়ে হয়। মি. কিম-এর প্রয়াত পিতা কিম জং-ইল ২০০৮ সালে স্ট্রোকে আক্রান্ত হবার পর খুব দ্রুত তিনি এই বিয়ের ব্যবস্থা করেছিলেন।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের দেয়া খবর অনুযায়ী কিম দম্পতির তিনটি সন্তান।

Presentational grey line

আমেরিকার সাবেক বাস্কেটবল তারকা খেলোয়াড় ডেনিস রডম্যান আগে একবার জানিয়েছিলেন, মি. কিম এবং মিজ রি তাদের একটি কন্যা সন্তানের নাম রেখেছেন "জু-আই'', এবং মি. কিম একজন "ভাল পিতা"।

গতকাল মঙ্গলবার কিম জং আন দিনের প্রথম দিকে কুমুসান সূর্য প্রাসাদ পরিদর্শন করেন, যেখানে তার পিতা ও পিতামহকে সমাহিত করা হয়েছিল। তিনি সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন।

মি. কিমের পিতার জন্মদিবস উত্তর কোরিয়ায় 'ডে অফ দ্য শাইনিং স্টার' (উজ্জ্বল তারার দিবস) নামে পরিচিতি।

ভিডিওর ক্যাপশান, কিম জং আন: নিজে কাঁদলেন ও সেনাবাহিনী ও দেশবাসীকে কাঁদালেন

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে আবার কিম জং আন-কে দেশটির "প্রেসিডেন্ট" বলে উল্লেখ করা হয়েছে। প্রথাগত ভাবে আগে সরকারিভাবে তাকে উল্লেখ করা হতো ''চেয়ারম্যান'' হিসাবে।

গত সপ্তাহে উত্তর কোরিয়ার কেন্দ্রীয় সংবাদ সংস্থা প্রথমবারের মত মি. কিম-কে প্রেসিডেন্ট বলে উল্লেখ করে।

সাধারণত উত্তর কোরিয়ায় ''প্রেসিডেন্ট'' শব্দটি ব্যবহার করা হয় দেশটির প্রতিষ্ঠাতা এবং কিম জং আনের পিতামহ কিম ইল সাং-কে উল্লেখ করার ক্ষেত্রে।

এই পদটি এতদিন শুধু তার জন্যই সুরক্ষিত ছিল।