করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ আশঙ্কায় সতর্ক হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ সরকার করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে 'নো মাস্ক নো সার্ভিস', অর্থাৎ মাস্ক না পরলে কাউকে কোন সেবা দেয়া হবে না বলে যে নির্দেশনা জারি করেছিল সেটা ব্যাপকভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৈঠকে তিনি সাধারণ মানুষকে সচেতন করে তুলতে ব্যাপক প্রচার প্রচারণার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

এর আগে ২৫শে অক্টোবর মন্ত্রিসভার এক ভার্চুয়াল বৈঠক শেষে মি. ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে, এখন থেকে সরকারি-বেসরকারি অফিসগুলোয় কেউ মাস্ক ছাড়া গেলে তাদের বের করে দেয়া হবে।

বিভিন্ন দেশে এরই মধ্যে করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ শুরু হওয়ায়, বাংলাদেশেও শীতকালে 'সেকেন্ড ওয়েভ' আসতে পারে এমন আশঙ্কা থেকে সোমবারের বৈঠকে প্রধানমন্ত্রী সবাইকে আগে থেকেই সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানান মি. ইসলাম।

এর মধ্যে দিয়ে মূলত সরকারি বেসরকারি অফিস, হাট-বাজার, শপিংমল, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সম্মেলনে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের আক্রান্ত ও মৃতের সংখ্যা গত কয়েক সপ্তাহে কমে আসলেও তা নিয়ে সন্তুষ্ট না হয়ে, 'নো মাস্ক, নো সার্ভিস' নীতি ব্যাপকভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, কেউ যাতে মাস্ক ছাড়া কোথাও না আসেন।

আরও পড়তে পারেন:

বিভাগীয় কমিশনারদের পাশাপাশি সরকারি-বেসরকারি সব অফিসে এই নির্দেশনার কথা জানানো হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

বলা হয়েছে সবাই যেন নিজ নিজ কার্যালয়ের বাইরে এ সংক্রান্ত পোস্টার টানিয়ে দেন।

এদিকে, ইসলামিক ফাউন্ডেশনকে বাধ্যতামূলক মাস্ক পরার বিষয়টি দুইবেলা নামাজের পর প্রচার করতে বলা হয়েছে বলে জানা গেছে।

এছাড়া বেসরকারি প্রতিষ্ঠান এবং গণপরিবহনে এই নির্দেশনা মানা হচ্ছে কিনা সেটাও তদারকি করা হবে বলে জানিয়েছে মন্ত্রিসভা।