করোনাভাইরাস: মক্কা-মদিনায় মসজিদ চত্বরে নামাজ স্থগিত

মসজিদ আল হারাম

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, মসজিদ আল হারাম চত্বরে নামাজ পড়া স্থগিত করেছে সৌদি কর্তৃপক্ষ

মুসলমানদের সবচেয়ে পবিত্র দুটো স্থান, মক্কা এবং মদিনায় অবস্থিত দুটো মসজিদের বাইরের চত্বরে নামাজ পড়া স্থগিত করেছে সৌদি আরব সরকার।

সৌদি গেজেট পত্রিকা এবং বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাবা এবং মসজিদে নববীর বাইরের চত্বরে নামাজ বন্ধের এই সিদ্ধান্ত আজ শুক্রবার থেকেই কার্যকর হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই পদেক্ষপ সৌদি আরব কর্তৃপক্ষ নিয়েছে বলে জানানো হয়েছে।

এ সিদ্ধান্তের মাধ্যমে মক্কা এবং মদিনার এই দুই মসজিদে নামাজ আদায়ের বিষয়টিকে কিছুটা সীমিত করা হলো।

দুবাই-ভিত্তিক গালফ নিউজ জানিয়েছে, মসজিদ চত্ত্বরে প্রতিদিনের নামাজের পাশাপাশি জুমার নামাজও স্থগিত করা হয়েছে।

মসজিদ আল হারাম এবং মসজিদে নববী ব্যতীত সৌদি আরবের বাকি সব মসজিদে জামাতে নামাজ পড়া স্থগিত করে গত মঙ্গলবার নির্দেশ জারি করেছিল দেশটির কর্তৃপক্ষ।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য যেসব সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নে সহযোগিতার জন্য সবাইকে আহবান জানিয়েছে সৌদি আরব।

সৌদি আরবে এখনো পর্যন্ত ২৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এর আগে গত ২৭শে ফেব্রুয়ারি করোনাভাইরাস ছড়িয়ে পরা প্রতিরোধ করতে সতর্কতা হিসেবে বিদেশীদের জন্য ওমরাহ করার সুবিধা স্থগিত করে সৌদি আরব।

এছাড়া পর্যটন ভিসা থাকা সত্ত্বেও করোনাভাইরাস ধরা পরেছে এমন এলাকা থেকে আসা বিভিন্ন দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশ না করতে দেয়ার সিদ্ধান্ত নেয় দেশটির কর্তৃপক্ষ।

মদিনায় অবস্থিত মসজিদে নববী

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, মদিনায় অবস্থিত মসজিদে নববী

তবে এক্ষেত্রে নির্দিষ্ট করে দেশগুলির নাম উল্লেখ করা হয়নি।

মক্কায় ওমরাহ বন্ধ করার পাশাপাশি পবিত্র নগরী মদিনায়ও প্রবেশ বন্ধ করা হয়।

ইসলামের নবী মুহাম্মদের জন্মস্থান অন্যতম পবিত্র শহর হিসেবে বিবেচিত মক্কায়, আর তাঁর কবর মদিনা শহরে। তাই মদিনায়ও প্রচুর মুসলমান ভ্রমণ করেন ধর্মীয় কারণে।

Banner image reading 'more about coronavirus'
Banner