ইতালিতে কমলা দিয়ে লড়াইয়ের এই উৎসবের খবর জানতেন কি?

চত্বরে জড়ো হওয়া মানুষজন।

ছবির উৎস, Andrea Capello

ছবির ক্যাপশান, চত্বরে জড়ো হওয়া মানুষজন।

প্রতি বছর ইতালির ইভরিয়া শহরে বেড়াতে যান বহু মানুষ। উদ্দেশ্য সবাই মিলে কমলা ফল দিয়ে মারামারি করা। সেই মধ্যযুগে শহরটিতে এই উৎসবের শুরু। শহরের মুল চত্বরে জড়ো হয়ে ঐতিহ্যবাহী গানবাজনার মধ্যে চলতে থাকে একে অপরকে কমলা আক্রমণ।

দিনটি 'শ্রোভ টিউজডে' নামে পরিচিত। সাধারণত উৎসবটি সব সময় ফেব্রুয়ারি অথবা মার্চ মাসের কোন এক মঙ্গলবার শুরু হয়, 'লেন্ট' অথবা খ্রিষ্টানদের ৪০ দিনের একটি সংযমের রীতি শুরু হওয়ার আগের দিন। এই বছর সেটির দিনক্ষণ ঠিক হয়েছে ২৫ ফেব্রুয়ারি যাকে ঘিরে শহরে ব্যাপক প্রস্তুতি চলছে।

এবারের উৎসবকে সামনে রেখে গত বছর উৎসবটির কিছু প্রাণবন্ত ছবি দেখে জেনে নিন আসলে কেমন।

প্রচলিত কাহিনী হল, মধ্যযুকে শহরে একজন চরম অত্যাচারী ডিউক স্থানীয়দের শোষণ করতেন। ডিউকের আবদার ছিল যে এলাকার সব নববধূদের বাসর রাতে তার সাথে রাত কাটাতে হবে।

এই কথায় ক্রুদ্ধ হয়ে ভায়োলেটটা নামে এক নারী ডিউকের মুণ্ডু কেটে নেন। এমনিতেই শহরের মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ ছিল। ডিউককে হত্যার পর শহরের অধিবাসীরা তার প্রাসাদ পুড়িয়ে দেয়।

সেদিন ডিউক এবং ভায়োলেটটার সমর্থকদের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল, কমলার মারামারি তার প্রতীকী এক রূপ।

বংশীবাদকেরা শহরের মূল চত্বরে শোভাযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন।

ছবির উৎস, Andrea Capello

ছবির ক্যাপশান, বংশীবাদকেরা শহরের মূল চত্বরে শোভাযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন।
প্রতি বছর শহরের একজন বিবাহিত নারীকে ভায়োলেটটার চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচন করা হয়।

ছবির উৎস, Andrea Capello

ছবির ক্যাপশান, প্রতি বছর শহরের একজন বিবাহিত নারীকে ভায়োলেটটার চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচন করা হয়।
কমলা যুদ্ধ চলে তিনদিন ধরে। প্রাচীন কালের ঘোড়ার গাড়িতে করে জড়ো হওয়া লোকজনের মাঝে কমলা বিলি করা হয়।

ছবির উৎস, Andrea Capello

ছবির ক্যাপশান, কমলা যুদ্ধ চলে তিনদিন ধরে। প্রাচীন কালের ঘোড়ার গাড়িতে করে জড়ো হওয়া লোকজনের মাঝে কমলা বিলি করা হয়।
গাড়িতে চড়ে একদল লোক চত্বরে দাঁড়ানো লোকজনের উপর কমলা ছুঁড়তে থাকে।

ছবির উৎস, Andrea Capello

ছবির ক্যাপশান, গাড়িতে চড়ে একদল লোক চত্বরে দাঁড়ানো লোকজনের উপর কমলা ছুঁড়তে থাকে।
কমলার আঘাত সহ্য করতে হয় সব পক্ষকেই।

ছবির উৎস, Andrea Capello

ছবির ক্যাপশান, কমলার আঘাত সহ্য করতে হয় সব পক্ষকেই।
কমলার আঘাত সহ্য করতে হয় সব পক্ষকেই।

ছবির উৎস, Andrea Capello

ছবির ক্যাপশান, কমলার আঘাত সহ্য করতে হয় সব পক্ষকেই।
হেলমেট পরে মাথায় আঘাত ঠেকালেও এমন আঘাত এই উৎসবে বেশ ঘটে।

ছবির উৎস, Andrea Capello

ছবির ক্যাপশান, হেলমেট পরে মাথায় আঘাত ঠেকালেও এমন আঘাত এই উৎসবে বেশ ঘটে।
রক্ত ঝরবে তবু পিছু হটবো না।

ছবির উৎস, Andrea Capello

ছবির ক্যাপশান, রক্ত ঝরবে তবু পিছু হটবো না।
গত বছরের কমলা যুদ্ধে সাতশ টনের মতো কমলা লেগেছিল।

ছবির উৎস, Andrea Capello

ছবির ক্যাপশান, গত বছরের কমলা যুদ্ধে সাতশ টনের মতো কমলা লেগেছিল।
চত্বরে জড়ো হওয়া মানুষজন।

ছবির উৎস, Andrea Capello

ছবির ক্যাপশান, চত্বরে জড়ো হওয়া মানুষজন।

সকল ছবি সৌজন্যে আন্দ্রিয়া কাপেলো।