করোনাভাইরাস: উহান থেকে ঢাকার হজ্বক্যাম্প, ছবিতে উহানের ৩১৬ বাংলাদেশির স্বদেশযাত্রা

করোনাভাইরাস উপদ্রুত চীনের উহান শহরে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ৩১৬ জনকে নিয়ে একটি বিশেষ বিমান ঢাকায় এসেছে। এদেরকে আগামি ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে আশকোনার হজ্বক্যাম্পে, তাদের দেখভাল করবে সেনাবাহিনী।