করোনাভাইরাস: উহান থেকে ঢাকার হজ্বক্যাম্প, ছবিতে উহানের ৩১৬ বাংলাদেশির স্বদেশযাত্রা

করোনাভাইরাস উপদ্রুত চীনের উহান শহরে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ৩১৬ জনকে নিয়ে একটি বিশেষ বিমান ঢাকায় এসেছে। এদেরকে আগামি ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে আশকোনার হজ্বক্যাম্পে, তাদের দেখভাল করবে সেনাবাহিনী।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে উহানে আটকে পড়া ৩১৬ জন বাংলাদেশি নাগরিক শনিবার ঢাকায় ফেরেন।

ছবির উৎস, STR

ছবির ক্যাপশান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে উহানে আটকে পড়া ৩১৬ জন বাংলাদেশি নাগরিক শনিবার ঢাকায় ফেরেন।
বিমানটি ঢাকার বিমানবন্দরে অবতরণ করে শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে।

ছবির উৎস, STR

ছবির ক্যাপশান, বিমানটি ঢাকার বিমানবন্দরে অবতরণ করে শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে।
বিমানবন্দর থেকে তাদের আশকোনা হজ্ব ক্যাম্পের কোয়ারেন্টাইন জোনে নেয়ার জন্য আগেই প্রস্তুত ছিল বাস।

ছবির উৎস, MUNIR UZ ZAMAN

ছবির ক্যাপশান, বিমানবন্দর থেকে তাদের আশকোনা হজ্ব ক্যাম্পের কোয়ারেন্টাইন জোনে নেয়ার জন্য আগেই প্রস্তুত ছিল বাস।
প্রস্তুতি ছিল সবোর্চ্চ। অবশ্য ঢাকার এই কর্মীরা যে ধরণের পোশাক ও মাস্ক ব্যবহার করছেন, তা কতটা ভাইরাসপ্রতিরোধী তা নিয়ে প্রশ্ন আছে।

ছবির উৎস, MUNIR UZ ZAMAN

ছবির ক্যাপশান, প্রস্তুতি ছিল সবোর্চ্চ। অবশ্য ঢাকার এই কর্মীরা যে ধরণের পোশাক ও মাস্ক ব্যবহার করছেন, তা কতটা ভাইরাসপ্রতিরোধী তা নিয়ে প্রশ্ন আছে।
এই বাসগুলোতে চড়িয়ে তাদের হজ্ব ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় ছিল সতর্ক সেনা প্রহরা।

ছবির উৎস, NurPhoto

ছবির ক্যাপশান, এই বাসগুলোতে চড়িয়ে তাদের হজ্ব ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় ছিল সতর্ক সেনা প্রহরা।
বাসের ভেতরে উহান থেকে আগত উদ্বিগ্ন যাত্রীরা। সংক্রমণ এড়াতে তাদের মুখ ঢাকা সার্জিক্যাল মাস্কে।

ছবির উৎস, NurPhoto

ছবির ক্যাপশান, বাসের ভেতরে উহান থেকে আগত উদ্বিগ্ন যাত্রীরা। সংক্রমণ এড়াতে তাদের মুখ ঢাকা সার্জিক্যাল মাস্কে।
আগতদের মধ্যে ছিল উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু।

ছবির উৎস, NurPhoto

ছবির ক্যাপশান, আগতদের মধ্যে ছিল উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু।
বাসে চড়িয়ে স্বল্প দূরত্ব অতিক্রম করার পরই এসে যায় গন্তব, বিমানবন্দরে পূর্ব পাশে আশকোনা নামক এলাকার হজ্ব ক্যাম্প।

ছবির উৎস, NurPhoto

ছবির ক্যাপশান, বাসে চড়িয়ে স্বল্প দূরত্ব অতিক্রম করার পরই এসে যায় গন্তব, বিমানবন্দরে পূর্ব পাশে আশকোনা নামক এলাকার হজ্ব ক্যাম্প।
আগত বাংলাদেশিদের যেখানে কোয়ারেন্টাইনে রাখা হবে, সেই হজ্বক্যাম্প আগে থেকেই প্রস্তুত করা হয়েছে। কোয়ারেন্টাইন তত্বাবধান করবে সেনাবাহিনী।

ছবির উৎস, MUNIR UZ ZAMAN

ছবির ক্যাপশান, আগত বাংলাদেশিদের যেখানে কোয়ারেন্টাইনে রাখা হবে, সেই হজ্বক্যাম্প আগে থেকেই প্রস্তুত করা হয়েছে। কোয়ারেন্টাইন তত্বাবধান করছে সেনাবাহিনী।
হজ্ব ক্যাম্পের ভেতরে এদের থাকার ব্যবস্থা মেঝেতে, ঢালাও বিছানায়। জানা যাচ্ছে, এক একটি কামরায় থাকতে দেয়া হয়েছে অর্ধশতের বেশি মানুষকে।

ছবির উৎস, NurPhoto

ছবির ক্যাপশান, হজ্ব ক্যাম্পের ভেতরে এদের থাকার ব্যবস্থা মেঝেতে, ঢালাও বিছানায়। জানা যাচ্ছে, এক একটি কামরায় থাকতে দেয়া হয়েছে অর্ধশতের বেশি মানুষকে। সংক্রমণ ঠেকানোর জন্য কোয়ারেন্টাইন করতে গিয়ে এক কামরায় এত মানুষকে রাখার খবর বিস্মিত করেছে অনেককে। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে হচ্ছে তুমুল বিতর্ক।
ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে এই বাসটিতে করে বাংলাদেশিদের নিয়ে আসা হয় উহানের বিমানবন্দরে। তখন তাদের সবার মুখেই ছিল মাস্ক পরিহিত।

ছবির উৎস, STR

ছবির ক্যাপশান, ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে এই বাসটিতে করে বাংলাদেশিদের নিয়ে আসা হয় উহানের বিমানবন্দরে। তখন তাদের সবার মুখেই ছিল মাস্ক পরিহিত।
বেশ কয়েকদিন একরকম বন্দিদশায় থাকার পর উহানের বিমানবন্দরে এই বাংলাদেশিদের চোখেমুখে কি আশার আলো ফুটে উঠেছে?

ছবির উৎস, STR

ছবির ক্যাপশান, বেশ কয়েকদিন একরকম বন্দিদশায় থাকার পর উহানের বিমানবন্দরে এই বাংলাদেশিদের চোখেমুখে কি আশার আলো ফুটে উঠেছে?
উহানের বিমানবন্দরে বাংলাদেশের ফ্লাইটে ওঠার অপেক্ষায় পরিবার পরিজনসহ বাংলাদেশিরা।

ছবির উৎস, STR

ছবির ক্যাপশান, উহানের বিমানবন্দরে বাংলাদেশের ফ্লাইটে ওঠার অপেক্ষায় পরিবার পরিজনসহ বাংলাদেশিরা।
ঢাকার বিমানবন্দরে অবশ্য আগে থেকেই স্বাস্থ্য হেল্প ডেস্ক বসিয়েসে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ।

ছবির উৎস, MUNIR UZ ZAMAN

ছবির ক্যাপশান, ঢাকার বিমানবন্দরে অবশ্য আগে থেকেই স্বাস্থ্য হেল্প ডেস্ক বসিয়েসে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ।
বিদেশ থেকে আসা যেকোনো যাত্রীকেই পরীক্ষা করে দেখার ব্যবস্থা রেখেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

ছবির উৎস, MUNIR UZ ZAMAN

ছবির ক্যাপশান, বিদেশ থেকে আসা যেকোনো যাত্রীকেই পরীক্ষা করে দেখার ব্যবস্থা রেখেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।