আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ঢাকার গাবতলিতে বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারে হামলা
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারে হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
হামলার ঘটনার পর তাবিথ আউয়াল গাবতলি এলাকার একজন কাউন্সিলর প্রার্থীকে দায়ী করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের প্রতি আহবান জানিয়েছেন।
এছাড়া হামলার সময়ের দৃশ্য মিস্টার আউয়ালের ভেরিফায়েড ফেসবুক পাতায় দেয়া হয়েছে।
যেখানে দেখা যাচ্ছে প্রথম দফায় হামলার পর সাংবাদিকদের সাথে কথা বলছেন তাবিথ আউয়াল।
এসময় তিনি বলেন, "পিছন থেকে কাপুরুষের মতো আমাকে টার্গেট করে মারা হয়েছে। কিছু পুলিশ কর্মকর্তার সামনে এই হামলা হয়েছে। আমি প্রথমে ধন্যবাদ জানাই তাদের দায়িত্ব পালনের জন্য। তারা নিজের চোখে দেখেছে হামলাকারীদের। অবিলম্বে হামলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আহবান জানাচ্ছি"।
নেতাকর্মী ও এলাকাবাসীকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আমার মনোবল ভাঙ্গবেনা এবং আমাকে পিছু সরাতে পারবেনা"।
সাংবাদিকদের সাথে কথা বলার সময়েই দ্বিতীয় দফায় হামলা হামলা হয় এবং এসময় তাবিথ আউয়ালকে নেতাকর্মীরা সরিয়ে নেন।
তবে তার কর্মীদের কয়েকজন দাবি করেছেন ইটের টুকরো ও ডিম নিক্ষেপ করা হয়েছে মিস্টার আউয়ালকে লক্ষ্য করে।
এ সময় নৌকা ও ধানের শীষের পক্ষে পাল্টা পাল্টি স্লোগান শোনা যায়।