মাঠে গড়াচ্ছে বিপিএল, যে 'হেলদি ডিসকাশনে' সুরাহা হলো বোর্ড ও ক্রিকেটারদের বিরোধ

বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে আলোচনার ভিত্তিতে সমঝোতার পরে মাঠে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে কয়েক দফা আলোচনা ও সমঝোতার পর শুক্রবার থেকে বিপিএল ২০২৬ পুনরায় শুরু হচ্ছে।

বিসিবি জানিয়েছে, বৃহস্পতিবার স্থগিত হওয়া ম্যাচগুলো নতুন সূচি অনুযায়ী শুক্রবার অনুষ্ঠিত হবে। এ সিদ্ধান্তের ফলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের এক মন্তব্যকে ঘিরে তৈরি হওয়া সংকটে বৃহস্পতিবার বিপিএলের ম্যাচ মাঠে গড়ায়নি। ক্রিকেটাররা বয়কটের সিদ্ধান্ত কার্যকর করায় দিনের দুটি ম্যাচই স্থগিত করা হয়।

এই সমঝোতার পরপরই বিপিএলের নতুন সূচি প্রকাশ করেছে বিসিবি। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, ১৫ই জানুয়ারি ২০২৬ তারিখে নির্ধারিত ম্যাচগুলো এখন অনুষ্ঠিত হবে শুক্রবার, ১৬ই জানুয়ারি।

এ ছাড়া ১৬ ও ১৭ই জানুয়ারির জন্য নির্ধারিত ম্যাচগুলো এক দিন করে পিছিয়ে যথাক্রমে ১৭ ও ১৮ই জানুয়ারি অনুষ্ঠিত হবে। ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১ ম্যাচও এক দিন পিছিয়ে ২০শে জানুয়ারি আয়োজন করা হবে।

রাতে বিসিবির সঙ্গে আলোচনার পর কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় তারা আবার মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

মিঠুন বলেন, এম নাজমুল ইসলামের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং কোয়াব সেটিকে সমর্থন করে না। তবে বোর্ডের সঙ্গে 'হেলদি ডিসকাশন'-এর মাধ্যমে একটি বাস্তবসম্মত অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, বোর্ড তাদের দাবিগুলো দ্রুত প্রক্রিয়াগতভাবে এগিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে। সেই আশ্বাসের ভিত্তিতেই শুক্রবার থেকে আবার খেলায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা।

কী সেই 'হেলদি ডিসকাশন'?

ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটাররা ক্ষতিপূরণ পাবেন কি না, এ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিসিবির অর্থ বিভাগের প্রধান এম নাজমুল ইসলাম। ওই মন্তব্যকে কেন্দ্র করে তার পরিচালক পদ থেকে পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হলেও তিনি তা করেননি।

এরপর বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেয়।

ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তকে স্বাগত জানায়।

তবে কোয়াব জানায়, নাজমুল ইসলামকে তার মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। বিসিবি সেই দাবি মানতে রাজি হয়নি। এরপরও ক্রিকেটে ফেরার ঘোষণা দেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।

মিঠুন বলেন, ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় তারা শুক্রবার থেকে আবার মাঠে নামছেন। বিসিবির সঙ্গে আলোচনার মাধ্যমে এমন একটি জায়গায় পৌঁছানো গেছে, যা কোয়াবের সদস্য ও উপস্থিত ক্রিকেটাররা গ্রহণ করেছেন।

এদিকে সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ইফতেখার রহমান জানান, চেষ্টা করেও আপাতত নাজমুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তবে তাকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব ৪৮ ঘণ্টার মধ্যে দিতে হবে। এরপর তার বিরুদ্ধে শৃঙ্খলাজনিত প্রক্রিয়া চলবে।

তবে তিনি যোগ করেছেন, "আমাদের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর যে মন্তব্য করেছেন আমরা মনে করি এটা অনাকাঙ্ক্ষিত, এমন মন্তব্য ওনার করা উচিত হয়নি"।

বোর্ডের প্রতিনিধি হিসেবে ইফতেখার রহমান বলেন, "ক্রিকেটারদের কারণেই আইসিসি পয়সা দিচ্ছে, আমরা স্পন্সর পাচ্ছি, মাঠ চালাচ্ছি। ক্রিকেট প্লেয়ার ছাড়া আমরা কেউই না কোথাও।"

তিনি জানিয়েছেন, বিতর্কিত মন্তব্য করা বোর্ড ডিরেক্টর নাজমুল ইসলামের সাথে যোগাযোগ করে এই সংবাদ সম্মেলনে আনার চেষ্টা করেছে বিসিবি, কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে সামগ্রিক প্রতিক্রিয়া জানতে বিবিসি বাংলা থেকেও নাজমুল ইসলামের মোবাইল ও হোয়াটস্যাপ মাধ্যমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও প্রত্যুত্তর আসেনি তার পক্ষ থেকে।

এই প্রসঙ্গে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, নাজমুল ইসলামের সঙ্গে যোগাযোগ সম্ভব হলে ক্রিকেটারদের দাবিগুলো দ্রুত প্রক্রিয়াগতভাবে সমাধান করা হবে, এমন আশ্বাস দিয়েছে বিসিবি।

দুপুরে কোয়াবের সংবাদ সম্মেলনে বয়কটের পেছনে আরও চারটি কারণের কথা জানান ক্রিকেটাররা। এর মধ্যে ঢাকার ক্রিকেটের চলমান সংকট, নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ, সুযোগ সুবিধা বৃদ্ধি এবং ফিক্সিংয়ের অভিযোগে অঘোষিত নিষেধাজ্ঞার বিষয়গুলোও উঠে আসে।

এসব বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানানো হয়।

কোয়াব বিবৃতিতে বলা হয়, সব ধরনের খেলা বন্ধ থাকলে নারী ও পুরুষ জাতীয় দল, অনূর্ধ্ব ১৯ দল এবং চলমান বিপিএলের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। ক্রিকেটের বৃহত্তর স্বার্থেই আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে।

এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়া এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে কোয়াব। পরিচালক পদ নিয়ে গঠনতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বিসিবি যে সময় চেয়েছে, সেটুকু দিতে তারা প্রস্তুত বলেও জানানো হয়েছে।

তবে কোয়াবের পক্ষ থেকে একটি স্পষ্ট প্রত্যাশাও তুলে ধরা হয়েছে। সংগঠনটির মতে, ক্রিকেটারদের নিয়ে প্রকাশ্যে অপমানজনক মন্তব্য করায় এম নাজমুল ইসলামের প্রকাশ্য ক্ষমা চাওয়া উচিত।

হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন মিঠুন

'দালালি'র অভিযোগ তুলে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনকে বিভিন্ন নম্বর থেকে হুমকি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মোহাম্মদ মিঠুনের দাবি, অজ্ঞাত নম্বর থেকে ফোন কল ও হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে তাকে গালাগাল ও হুমকি দেওয়া হচ্ছে। এসব বার্তায় বলা হচ্ছে, ক্রিকেটাররা 'দালালি' করে দেশে একটি 'অস্থিতিশীল পরিস্থিতি' তৈরি করেছেন।

এমনকি, "আজকের পর কোনো ক্রিকেটার বাংলাদেশের মাটিতে নিরাপদে হাঁটতে পারবে না"- এমন হুমকিও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে হুমকির মাত্রা আরও বেড়েছে বলে জানিয়েছেন তিনি।

মিঠুন বলেন, ক্রিকেটাররা দেশের বিরুদ্ধে কোনো কথা বলেননি, বরং নিজেদের অধিকার নিয়ে কথা বলেছেন। তারপরও কেন এ ধরনের হুমকি আসছে, তা তার কাছে বোধগম্য নয়।

বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

ক্রিকেটারদের নিয়ে মন্তব্যে আসিফ নজরুলও ক্ষুব্ধ

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে ঘিরে বিপিএল বয়কটসহ দেশের ঘরোয়া ক্রিকেট যখন কার্যত অচল, ঠিক সেই সময় বিষয়টি নিয়ে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

ক্রিকেটারদের নিয়ে নাজমুল ইসলামের বক্তব্যকে তিনি 'অপমানজনক' এবং 'চরম দায়িত্বজ্ঞানহীন' বলে আখ্যা দেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।

বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে আসিফ নজরুল বলেন, এই মুহূর্তে বিশ্বের কাছে বাংলাদেশের একটি ঐক্যবদ্ধ বার্তা পৌঁছানো জরুরি।

তার ভাষায়, ক্রিকেট বোর্ড, ক্রিকেটার ও সমর্থক সবাই জাতীয় মর্যাদার প্রশ্নে এক।

তিনি বলেন, এমন একটি সময়ে দায়িত্বশীল অবস্থানে থাকা একজন মানুষের পক্ষ থেকে সব ক্রিকেটারকে অপমান করা অত্যন্ত দুঃখজনক এবং বোধগম্য নয়।