ছবিতে বিশ্বব্যাপী বড়দিন উদযাপন

অস্ট্রেলিয়া থেকে আমেরিকা পর্যন্ত বিশ্বের সকল দেশে খ্রিষ্টানদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিন উদযাপিত হচ্ছে। ছবিতে দেখে নিন নানা দেশের সেই উৎসবের কিছু মুহূর্ত।

কলোম্বো, শ্রীলংকা

সেন্ট অ্যান্থনি গির্জায় শিশুরা সেজেছিল এঞ্জেলের সাজে।

ছবির উৎস, EPA

সেন্ট অ্যান্থনি গির্জায় শিশুরা সেজেছিল এঞ্জেলের সাজে।

এই বছর খ্রিষ্টানদের আরেক ধর্মীয় উৎসব ইস্টার সানডে'র দিনে যে আত্মঘাতী বোমা হামলা হয়েছিলো তার প্রথম টার্গেট ছিল এই গির্জাটি।

সেদিন শ্রীলংকা জুড়ে হামলা ৩০০জন নিহত হয়েছিলো যার মধ্যে ৫৪ জন ছিল সেন্ট অ্যান্থনি গির্জায়।

আবু ধাবি, সংযুক্ত আরব আমিরাত

সেন্ট জোসেফ ক্যাথেড্রালে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছেন এক নারী।

ছবির উৎস, EPA

সেন্ট জোসেফ ক্যাথেড্রালে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছেন এক নারী।

মুসলিম প্রধান সংযুক্ত আরব আমিরাতে বিশাল সংখ্যায় ক্যাথলিক খ্রিষ্টান রয়েছেন।

যাদের মধ্যে ৫ শতাংশ সেখানে কাজ করতে আসা ফিলিপিনের নাগরিক।

হ্যানয়, ভিয়েতনাম

সেন্ট জোসেফ ক্যাথেড্রালের সামনে সেলফি তুলছেন এক নারী।

ছবির উৎস, AFP

শহরের সুসজ্জিত সেন্ট জোসেফ ক্যাথেড্রালের সামনে সেলফি তুলছেন এক নারী।

১৯ শতকে তৈরি এই ক্যাথেড্রালটি সেখানে বড়দিন উৎসবের অন্যতম কেন্দ্র।

প্যারিস, ফ্রান্স

সেন্ট জার্মেইন গির্জায় বিশপ ফিলিপ মাহসে মধ্যরাতের প্রার্থনায় নেতৃত্ব দিচ্ছেন।

ছবির উৎস, EPA

সেন্ট জার্মেইন গির্জায় বিশপ ফিলিপ মাহসে মধ্যরাতের প্রার্থনায় নেতৃত্ব দিচ্ছেন।

গত দুইশ বছরের মধ্যে এই প্রথমবার দেশটির সবচেয়ে ঐতিহ্যবাহী নটরডেম ক্যাথেড্রালে এই ম্যাস অনুষ্ঠিত হয়নি।

এপ্রিল মাসে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নটরডেম ক্যাথেড্রাল।

নাইরোবি, কেনিয়া

কেনিয়ার রাজধানী নাইরোবিতে ফোর্ট জিসাস অঞ্চলে মধ্যরাতের প্রার্থনা।

ছবির উৎস, Reuters

আফ্রিকার দেশ কেনিয়ার রাজধানী নাইরোবিতে ফোর্ট জিসাস অঞ্চলে মধ্যরাতের প্রার্থনা।

বেথলেহেম, ফিলিস্তিন

ফিলিস্তিনের পশ্চিম তীর শহরে মধ্যরাতের প্রার্থনা।

ছবির উৎস, EPA

ফিলিস্তিনের পশ্চিম তীর শহরে মধ্যরাতের প্রার্থনা। বাইবেলের লেখা অনুযায়ী এখানেই যিশুখ্রিস্টের জন্ম হয়েছিলো।

ভ্যাটিকান সিটি

Pope Francis leads a Christmas Eve mass in St Peter's Basilica

ছবির উৎস, AFP

ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস সপ্তমবারের মতো ভ্যাটিকান সিটিতে বড়দিনের প্রার্থনায় নেতৃত্ব দিচ্ছেন।

তিনি বলেছেন, "আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্টকেও ঈশ্বর ভালবাসেন।"

তার এই বার্তাকে খ্রিষ্টানদের ধর্মীয় উপাসনালয়গুলোতে শিশুদের যৌন নির্যাতনের যেসব বড় কেলেঙ্কারির ঘটনা কাছাকাছি সময়ে প্রকাশিত হয়েছে, তিনি সেই দিকেই সম্ভবত ইঙ্গিত করছেন বলে মনে করা হচ্ছে।

সিডনি, অস্ট্রেলিয়া

দেয়ালে আকা এই ছবিতে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হাওয়াই দ্বীপে কিভাবে অবকাশ যাপন করছেন।

ছবির উৎস, EPA

দেয়ালে আকা এই ছবিতে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হাওয়াই দ্বীপে কিভাবে অবকাশ যাপন করছেন।

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত অস্ট্রেলিয়ার অনেক অঞ্চল। যে সময় দাবানল সামাল দিতে হিমসিম খাচ্ছে দেশটি এমন সময়ে তিনি হাওয়াই দ্বীপে বেড়াতে যাওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পরেছেন।

ঠিক ক্রিসমাসের সময়ে এই শিল্পকর্মের হঠাৎ আবির্ভাব হয়েছে সিডনি শহরে।

সকল ছবি কপিরাইটভুক্ত