খালেদা জিয়ার সাথে স্বজনদের সাক্ষাত: 'আদালতে দেয়া রিপোর্টের সাথে শারীরিক অবস্থার মিল নেই'

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বোন সেলিমা ইসলামের দাবি করেছেন, মিসেস জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আদালতে যে রিপোর্ট দেয়া হয়েছে তার সাথে তার শারীরিক অবস্থার বাস্তব কোনো মিল নেই।

সোমবার ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার সাথে সাক্ষাত করে বেরিয়ে এসে তিনি এমন অভিযোগ করেন।

বেলা তিনটার দিকে মিসেস ইসলাম ও তার স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম, ভাই শামীম ইস্কান্দর, তার স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে অভিক ইস্কান্দর মিসেস জিয়ার সাথে সাক্ষাত করেন।

পরে সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেন, "খালেদা জিয়ার শরীর খুবই খারাপ। তার পেটে ব্যথা এবং হাঁটাচলা ঠিক মতো করতে পারছেন না"।

ডাক্তার ঠিকমতো ঔষধ দিচ্ছে না এবং ঠিকমতো খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছেনা অভিযোগ করে তিনি বলেন, "এখানে কীভাবে সে বাঁচবে? ডায়াবেটিস কন্ট্রোলে আসছে না। ডায়াবেটিসের সুগার ১২ এর নিচে কখনই আসেনি। ১৪ থেকে ১৫ পর্যন্ত সব সময় থাকে। আজ ১৫ আছে"।

এর আগে গত ১৩ই নভেম্বর পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সাথে সাক্ষাত করেছিলেন।

এর মধ্যে গত ১২ই ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেয় বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আদালত তার পর্যবেক্ষণে বলেছিলো, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও এ বিষয়ে তার অনুমতি পাওয়া যাচ্ছে না। তিনি সম্মতি দিলে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে উন্নত চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।

এখন খালেদা জিয়া প্যারোলে মুক্তির বিষয়ে কোনো কথা বলেছেন কি-না জানতে চাইলে সেলিমা ইসলাম বলেন এ বিষয়ে মিসেস জিয়ার সাথে আজ তাদের কোনো কথা হয়নি।

তবে তিনি বলেন, "তারা খালেদা জিয়াকে জামিন দিলেননা। তার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে জামিন দিতে পারতো। জামিন মানে তো মুক্তি না"।

সেলিমা ইসলাম বলেন, জামিন না দেয়াকে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন খালেদা জিয়া।

বিবিসি বাংলায় আরও পড়ুন: