আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
দিল্লিতে কারখানায় আগুন: ৪০ জনের বেশি মানুষের প্রাণহানি
ভারতের রাজধানী দিল্লিতে একটি কারখানায় আগুন লেগে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে।
রবিবার সকালে ৬ তলা কারখানাটিতে আগুন লাগে। এর পর পরই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌছায় দমকল বাহিনী।
উদ্ধারকর্মীরা জানান, আগুন লাগার সময় বহুতল ভবনটিতে শ্রমিকরা ঘুমিয়ে ছিলেন। আশঙ্কা করা হচ্ছে যে, হতাহতের সংখ্যা আরো অনেক বাড়বে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনাকে 'দুঃখজনক প্রাণহানি' বলে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন,আগুন লাগার ঘটনা ভয়ংকর এবং ঘটনাস্থলে সব ধরণের সহায়তা দিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।
রবিবার স্থানীয় সময় সকাল ০৫:২২ মিনিটে আগুন লাগার খবর পায় দমকল কর্মীরা।
সদর বাজার নামে যেখানে কারখানাটি অবস্থিত সেটি শহরের সবচেয়ে বড় বাজারগুলোর একটি। এছাড়া অনেক গলি থাকার কারণে দমকল কর্মীদের সেখানে পৌঁছাতে দেরি হয়।
আরো পড়ুন:
"সকালে সাড়ে নয়টার মধ্যে অন্তত ৫৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়," হিন্দুস্তান টাইমসকে এ কথা বলেন দিল্লির ফায়ার সার্ভিসের পরিচালক অতুল গার্গ।
"ধোঁয়ার কারণে সবাই জ্ঞান হারিয়ে ফেলেছিল," তিনি বলেন।
ফায়ার সার্ভিসের আরেক উচ্চপদস্থ কর্মকর্তা সুনীল চৌধুরী বলেন, স্কুলের ব্যাগ, বোতল এবং অন্যান্য দ্রব্যাদি মজুদ করে রাখা হতো ওই কারখানায়।
আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।