ক্রিকেট: নাইমের লড়াইয়ের পর সিরিজ হারলো বাংলাদেশ

ছবির উৎস, Getty Images
ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৩০ রানে হেরে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ।
ভারতের করা ১৭৪ রানের জবাবে ৪ বল বাকি থাকতে ১৪৪ রান তুলে শেষ হয় বাংলাদেশের ইনিংস।
নাগপুরে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়া বাংলাদেশ দলের শুরুটা ভালো হলেও ফিল্ডাররা মোমেন্টাম ধরে রাখতে পারেনি।
প্রথম ৬ ওভারের মধ্যে দুই ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা ও শেখর ধাওয়ানের উইকেট তুলে নেয়ার পর ষষ্ঠ ওভারেই আমিনুল ইসলাম বিপ্লব শ্রেয়াস আয়ারের ক্যাচ ফেলে দেন।
আয়ার শেষপর্যন্ত ৩৩ বলে ৬২ রানের ইনিংস খেলেন।
বল হাতে আল আমিন, শফিউলরা ভাল পারফর্ম করলেও মোস্তাফিজুর রহমান আরো একবার ব্যর্থ হয়েছেন, ৪ ওভারে ৪২ রান দিয়েছেন তিনি।
বাংলাদেশ ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায়।
আরো পড়ুন:

ছবির উৎস, রতন গোমেজ
১২ রানে দুই উইকেট হারানোর পর, নাঈম শেখের সাথে মোহাম্মদ মিঠুন জুটি গড়েন। এই জুটিতে রান আসে ৯৮।
নাঈম শেখ ৪৮ বলে ৮১ রানের ইনিংস খেললেও মোহাম্মদ মিঠুন বাদে অন্যান্য ব্যাটসম্যানরা কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
পেস বোলার দিপক চাহার একাই বাংলাদেশের ব্যাটিং লাইন আপে ধ্বস নামান। ৩ ওভার ২ বলে ৭ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি।
ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরার পুরষ্কারও পান দিপক চাহার।








