জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

ছবির উৎস, JAHANGIRNAGAR UNIVERSITY WEBSITE
উপাচার্যবিরোধী আন্দোলনের জের ধরে ঢাকার কাছে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার সন্ধ্যা থেকেই উপাচার্য অধ্যাপক ফারাজানা ইসলামের বাসভবন ঘেরাও করে রেখেছিলো আন্দোলনকারী শিক্ষকরা।
আজ (মঙ্গলবার) উপাচার্যপন্থী একদল শিক্ষক উপাচার্যের বাসভবনে প্রবেশের চেষ্টা করেও পারেননি।
এরপর ছাত্রলীগের একদল নেতাকর্মী ঘটনাস্থলে আন্দোলনকারীদের হটিয়ে দেয়ার চেষ্টা করলে তখন বেশ কয়েকজন আহত হয়।
এ ঘটনার পর সিন্ডিকেটের জরুরি সভা ডাকা হয় এবং সেই সভাতেই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফিরোজ উল হাসান।
বিবিসি বাংলাকে তিনি বলেছেন, আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয় জুড়ে অস্থিতিশীলতা তৈরি করা হয়েছে।
"এছাড়া আন্দোলনের নামে নিষিদ্ধ সংগঠন শিবিরের তৎপরতা শুরু হয়েছে। সে কারণে সামনে হয়তো বড় দুর্ঘটনা ঘটানোর চক্রান্ত হতে পারে। এসব কারণেই সিন্ডিকেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে"।
তিনি বলেন শিক্ষার্থীদের বিকেল সাড়ে চারটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
"এখন বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ থাকবে এবং আলটিমেটলি ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে"।








