ক্রিকেট বিশ্বকাপ ২০১৯: সেমিফাইনালে ছিটকে গেলো ফেভারিট ভারত

ছবির উৎস, Phil Walter
ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ভারতকে ১৮ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড।
২৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২২১ রানে অলআউট হয়ে যায় ভারত।
বৃষ্টির কারণে ম্যাচ গড়ায় রিজার্ভ ডে তে।
কিন্তু ভারতের ব্যাটিংয়ের শুরু থেকেই গতি আর সুইং দিয়ে ভারতের ব্যাটিং লাইন আপ নাড়িয়ে দেয় নিউজিল্যান্ডের পেস বোলাররা।
বিশেষত ম্যাট হেনরি, শুরুতেই রোহিত শর্মা ও লোকেশ রাহুলকে ফিরিয়ে দেন।
৫ রানের মাথায় তিনটি উইকেট হারায় ভারত।
এরপর চেপে বসেন ট্রেন্ট বোল্ট লোকি ফারগুসনরা।

ছবির উৎস, Hannah Peters
বিশ্বকাপ ক্রিকেটের কিছু খবর যা আপনি পড়তে পারেন:
ট্রেন্ট বোল্ট ভিরাট কোহলিকে এলবিডব্লুর ফাঁদে ফেলে আউট করেন।
রিশাভ পান্ত ও হার্দিক পান্ডিয়া প্রতিরোধ গড়ার চেষ্টা করেন, ৪৭ রানের জুটি গড়েন এ দুজন।
তবে রিশাভ পান্ত বাউন্ডারি লাইনের আগে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান ৩২ রান করে।
রাভিন্দ্রা জাদেজা যখন মাঠে নামেন তখন ভারতের দলীয় সংগ্রহ ৯২ রানে ৬ উইকেট।
সেখান থেকে দলকে সামাল দিতে জাদেজা ৫৯ বলে ৭৭ রানের ইনিংস খেলেন।
তাকে যথার্থ সঙ্গ দেন মাহেন্দ্র সিং ধোনি।
কিন্তু শেষ পর্যন্ত মার্টিন গাপটিলের দুর্দান্ত থ্রোতে ৫০ রানের মাথায় ফিরে যান ধোনি।
এর আগে গতকাল মঙ্গলবার ৪৬ ওভার এক বলে ২১১ রানে খেলা স্থগিত হয়।
কেইন উইলিয়ামসন ৬৭ ও রস টেলর ৭৪ রান তোলেন।
ভুবনেশ্বর কুমার ৩টিইকেট নেন।








