ছবিতে হংকং বিক্ষোভকারীদের পার্লামেন্ট দখল

হংকং-এ যে বিক্ষোভকারীরা একটি বিতর্কিত আইনের প্রতিবাদ জানাচ্ছিল, তাদের মধ্যে কয়েকশ' তরুণের একটি দল আইনসভা ভবনের ভেতরে ঢুকে পড়েছে। বিক্ষোভকারীরা আইনসভা ভবনটির কাচ ভেঙে অধিবেশন কক্ষে ঢুকে পড়ে, এবং স্প্রে-পেইন্ট দিয়ে কক্ষের দেয়ালে নানা রকম বার্তা লিখে দেয়।