ছবিতে হংকং বিক্ষোভকারীদের পার্লামেন্ট দখল

হংকং-এ যে বিক্ষোভকারীরা একটি বিতর্কিত আইনের প্রতিবাদ জানাচ্ছিল, তাদের মধ্যে কয়েকশ' তরুণের একটি দল আইনসভা ভবনের ভেতরে ঢুকে পড়েছে। বিক্ষোভকারীরা আইনসভা ভবনটির কাচ ভেঙে অধিবেশন কক্ষে ঢুকে পড়ে, এবং স্প্রে-পেইন্ট দিয়ে কক্ষের দেয়ালে নানা রকম বার্তা লিখে দেয়।

বিক্ষোভকারীরা লেজিসলেটিভ কাউন্সিল বা লেজকো ভবনের দিকে অগ্রসর হওয়ার পথে বাধা সরাচ্ছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিক্ষোভকারীরা লেজিসলেটিভ কাউন্সিল বা লেজকো ভবনের দিকে অগ্রসর হওয়ার পথে বাধা সরাচ্ছে
বিক্ষোভকারীদের অনেকেই হ্যালমেট, সানগ্লাস ও মুখোশ পড়েছিলো

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, বিক্ষোভকারীদের অনেকেই হ্যালমেট, সানগ্লাস ও মুখোশ পড়েছিলো
লেজকো ভেতর থেকে নেয়া ছবি

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, লেজকো ভেতর থেকে নেয়া ছবি
বিক্ষোভকারীরা দেয়ালে কালো রং ছিটিয়ে দেয়। আরেকজন পুরোনো ব্রিটিশ ঔপনিবেশিক যুগের ইউনিয়ন জ্যাক-আঁকা পতাকা তুলে ধরে ।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, বিক্ষোভকারীরা দেয়ালে কালো রং ছিটিয়ে দেয়। আরেকজন পুরোনো ব্রিটিশ ঔপনিবেশিক যুগের ইউনিয়ন জ্যাক-আঁকা পতাকা তুলে ধরে ।
হংকং এক সময় ছিল চীনের কাছ থেকে লিজ নেয়া ব্রিটিশ উপনিবেশ - যা ১৯৯৭ সালে আবার চীনের হাতে ফিরিয়ে দেয় ব্রিটেন

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, হংকং এক সময় ছিল চীনের কাছ থেকে লিজ নেয়া ব্রিটিশ উপনিবেশ - যা ১৯৯৭ সালে আবার চীনের হাতে ফিরিয়ে দেয় ব্রিটেন
স্প্রে-পেইন্ট দিয়ে কক্ষের দেয়ালে নানা রকম বার্তা লিখে দেয়

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, স্প্রে-পেইন্ট দিয়ে কক্ষের দেয়ালে নানা রকম বার্তা লিখে দেয়
দেয়ালে শ্লোগান লিখে দেয় বিক্ষোভকারীরা

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, দেয়ালে শ্লোগান লিখে দেয় বিক্ষোভকারীরা
লেজকো মেম্বারদের অনেকের ছবি ভেঙ্গে ফেলা হয়

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, লেজকো মেম্বারদের অনেকের ছবি ভেঙ্গে ফেলা হয়
একপর্যায়ে ভবন ছেড়ে দেয় বিক্ষোভকারীরা

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, একপর্যায়ে ভবন ছেড়ে দেয় বিক্ষোভকারীরা