আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
সাউদাম্পটন: টাইটানিকের শহর
১৯১২ সালে যুক্তরাজ্যের সাউদাম্পটন বন্দর থেকেই নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেছিল টাইটানিক জাহাজ। এরপরের ট্রাজেডি সবার জানা। প্রাণ হারানো ক্রুদের বেশিরভাগই ছিলেন সাউদাম্পটনের নাগরিক। সেই ঘটনার একশ বছর পেরিয়ে গেলেও তাঁদের নানাভাবে স্মরণে রেখেছে শহরটি। সেখানে সি সিটি মিউজিয়ামে নানা আয়োজনে সংরক্ষণ করে রাখা হয়েছে টাইটানিকের আদ্যোপান্ত। সম্প্রতি সেখানে গিয়ে ছবিগুলো তুলেছেন বিবিসি বাংলার ফয়সাল তিতুমীর।