সাউদাম্পটন: টাইটানিকের শহর

১৯১২ সালে যুক্তরাজ্যের সাউদাম্পটন বন্দর থেকেই নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেছিল টাইটানিক জাহাজ। এরপরের ট্রাজেডি সবার জানা। প্রাণ হারানো ক্রুদের বেশিরভাগই ছিলেন সাউদাম্পটনের নাগরিক। সেই ঘটনার একশ বছর পেরিয়ে গেলেও তাঁদের নানাভাবে স্মরণে রেখেছে শহরটি। সেখানে সি সিটি মিউজিয়ামে নানা আয়োজনে সংরক্ষণ করে রাখা হয়েছে টাইটানিকের আদ্যোপান্ত। সম্প্রতি সেখানে গিয়ে ছবিগুলো তুলেছেন বিবিসি বাংলার ফয়সাল তিতুমীর।

টাইটানিকের সি সিটি মিউজিয়াম

ছবির উৎস, বিবিসি বাংলা

ছবির ক্যাপশান, সাউদাম্পটন শহরের অনেকটা প্রাণকেন্দ্রে বিবিসি অফিসের ঠিক উল্টোদিকে অবস্থিত টাইটানিকের সি সিটি মিউজিয়াম।
টাইটানিকের সি সিটি মিউজিয়াম

ছবির উৎস, বিবিসি বাংলা

ছবির ক্যাপশান, পুরো মিউজিয়াম জুড়ে জায়গা পেয়েছে টাইটানিকের আদলে ছোট-বড় নানান আকৃতির জাহাজ।
টাইটানিকের সি সিটি মিউজিয়াম

ছবির উৎস, বিবিসি বাংলা

ছবির ক্যাপশান, টাইটানিকের ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ ও তাঁর এক সহকর্মী।
টাইটানিকের সি সিটি মিউজিয়াম

ছবির উৎস, বিবিসি বাংলা

ছবির ক্যাপশান, জাদুঘরে ঢুকতেই চোখে পড়ে টাইটানিক ক্রুদের তালিকা, যাদের বাঁচা-মরা ছিল একইসাথে।
টাইটানিকের সি সিটি মিউজিয়াম

ছবির উৎস, বিবিসি বাংলা

ছবির ক্যাপশান, মোট ৮৯৭ জন ক্রু-এর মধ্যে ৭১৫ জন নারী-পুরুষ ছিলেন সাউদাম্পটনের। এর মধ্যে বেঁচে ফিরেছিলেন মাত্র ১৭৫ জন।
টাইটানিকের সি সিটি মিউজিয়াম

ছবির উৎস, বিবিসি বাংলা

ছবির ক্যাপশান, বয়লার রুম, যেখান থেকে কয়লার সাহায্যে টাইটানিক চালু থাকতো।
টাইটানিকের সি সিটি মিউজিয়াম

ছবির উৎস, বিবিসি বাংলা

ছবির ক্যাপশান, জাহাজের ডেকে ব্যবহৃত চেয়ার।
টাইটানিকের সি সিটি মিউজিয়াম

ছবির উৎস, বিবিসি বাংলা

ছবির ক্যাপশান, টাইটানিক থেকে পরবর্তীতে এরকম আরো অনেক কিছুই উদ্ধার করা হয়।
টাইটানিকের সি সিটি মিউজিয়াম

ছবির উৎস, বিবিসি বাংলা

ছবির ক্যাপশান, দ্বিতীয় শ্রেণীর কেবিন ছিল এরকমই। যার মূল্য তখনকার ১২ পাউন্ড ও এখনকার প্রায় ৬৯০ ইউএস ডলার।
টাইটানিকের সি সিটি মিউজিয়াম

ছবির উৎস, বিবিসি বাংলা

ছবির ক্যাপশান, টাইটানিকের এরকম নানান পেইন্টিং রাখা হয়েছে মিউজিয়ামে।
টাইটানিকের সি সিটি মিউজিয়াম

ছবির উৎস, বিবিসি বাংলা

ছবির ক্যাপশান, ১৪ই এপ্রিল রাত ১১টা ৪০ মিনিটে দুর্ঘটনায় পড়ে টাইটানিক। টাইটানিক কখনোই ডুবতে পারে না - এরকম একটা মিথ থাকায় শুরুতে অনেকেই দুর্ঘটনার খবরটি বিশ্বাস করতে চায়নি।
টাইটানিকের সি সিটি মিউজিয়াম

ছবির উৎস, বিবিসি বাংলা

ছবির ক্যাপশান, টাইটানিক দুর্ঘটনার তদন্তে সে সময়ের বিচারিক কাজের পুরো বিবরণ শোনার ও দেখার সুযোগ আছে মিউজিয়ামের কোর্টরুমে।
টাইটানিকের সি সিটি মিউজিয়াম

ছবির উৎস, বিবিসি বাংলা

ছবির ক্যাপশান, টাইটানিক জাহাজে ব্যবহৃত আরো কিছু জিনিস।
টাইটানিকের সি সিটি মিউজিয়াম

ছবির উৎস, বিবিসি বাংলা

ছবির ক্যাপশান, টাইটানিকের ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ ও তাঁর তলোয়ার।
টাইটানিকের সি সিটি মিউজিয়াম

ছবির উৎস, বিবিসি বাংলা

ছবির ক্যাপশান, এই দুর্ঘটনার পর সমুদ্রে চলাচল নিরাপদ করতে বৈপ্লবিক পরিবর্তন ঘটে।