রাজবধূ মেগান মার্কেলকে 'খারাপ' বলেননি ট্রাম্প?

ছবির উৎস, Getty Images
সোমবারই যুক্তরাজ্যে সফরে গিয়ে ব্রিটিশ রাজপরিবারের সাথে সাক্ষাতের কর্মসূচি আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
আর মঙ্গলবার তিনি বৈঠক করবেন রাজনৈতিক নেতাদের সাথে।
কিন্তু এর মধ্যেই গোল বেধেছে সফরের আগে সান পত্রিকাকে দেয়া একটি সাক্ষাতকারে রাজপরিবারের সদস্য মেগান মার্কেলকে নিয়ে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে।
ব্রিটেনের রানি এলিজাবেথের নাতি প্রিন্স হ্যারির স্ত্রী, ডাচেস অব সাসেক্স, মেগান মার্কেলকে ''ন্যাস্টি'' অর্থাৎ ''খারাপ'' বলার কথা অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যদিও মিস্টার ট্রাম্পের এমন মন্তব্যের অডিও টেপ আছে।
রোববার অবশ্য টুইট করে মিস্টার ট্রাম্প বলেছেন, "আমি কখনোই মেগান মার্কেলকে ''খারাপ'' বলিনি। এগুলো ফেক নিউজ মিডিয়ার বানানো। সিএনএন, নিউইয়র্ক টাইমস ক্ষমা চাইবে? সন্দেহ আছে"।
যুক্তরাজ্য সফরের আগে একটি সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাতকারে মিস্টার ট্রাম্প মেগান মার্কেলকে নিয়ে ওই মন্তব্য করেছিলেন।
সাবেক মার্কিন অভিনেত্রী মার্কেল মিস্টার ট্রাম্পের একজন কট্টর সমালোচক ছিলেন।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় তিনি মিস্টার ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনকে তিনি সমর্থন দিয়েছিলেন।
সে সময় তিনি ডোনাল্ড ট্রাম্পকে নারী বিদ্বেষী ও বিভাজন সৃষ্টিকারী হিসেবেও মন্তব্য করেছিলেন।
বিবিসি বাংলায় আরও পড়ুন:

ছবির উৎস, Reuters
এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
End of X post
ব্রিটেনের দি সান পত্রিকাকে দেয়া এক সাক্ষাতকারে মেগান মার্কেলের এসব মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হয়েছিলো।
তিনি বলেন, "আমি এটা জানতাম না। আমি আর কী বলতে পারি? আমি জানতাম না তিনি এত ''খারাপ"।
তবে ট্রাম্প বলেছেন যে তিনি আনন্দিত কারণ মেগান মার্কেল রাজপরিবারে যোগ দিয়েছে এবং তিনি বিশ্বাস করেন যে মেগান ''ভালো রাজবধূ'' হবেন।
"এটা চমৎকার এবং আমি নিশ্চিত যে তিনি ভালো করবেন"।
কিন্তু শনিবার দি সান পত্রিকা তাদের ওয়েবসাইটে একটি অডিও রেকর্ডিং পোস্ট করে।
এরপরই বিভিন্ন কমেন্টেটরদের দৃষ্টি আকর্ষণ করে যদিও ওই দিনই টুইট করে মেগান মার্কেলকে ''খারাপ'' বলার কথা অস্বীকার করেন মিস্টার ট্রাম্প।
প্রিন্স হ্যারির স্ত্রী, ডাচেস অব সাসেক্স, মেগান মার্কেল মে মাসে তাদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন।
এখনো তিনি মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন এবং ৩-৫ জুন মিস্টার ট্রাম্পের যুক্তরাজ্য সফরের সময় তিনি তার সাথে সাক্ষাত করবেন না বলেই মনে করা হচ্ছে।








