আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ভারতে সাধারণ নির্বাচন ২০১৯-এর ফলাফল
গত ১১ই এপ্রিল থেকে ১৯শে মে পর্যন্ত ভারতের জনগণ সে দেশের সংসদের নিম্ন-কক্ষ লোকসভার ৫৪২টি আসনে ভোটদান করেন। ৯০ কোটি ভোটার সাত দফায় তাদের রায় প্রদান করেন।
২৩শে মে ভোট গণনার পর জানা যাবে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে, নাকি বিরোধীদল ভারতীয় জাতীয় কংগ্রেস (আইএনসি) তাদের ২০১৪ সালের ফলাফলে কোন উন্নতি ঘটাতে পারবে।
অল্প কয়েকটি রাজ্যে, মূল প্রতিদ্বন্দ্বিতা বিজেপি বা কংগ্রেসের মধ্যে হবে না। হবে আঞ্চলিক দলগুলোর মধ্যে। এগুলোর মধ্যে রয়েছে তামিলনাড়ুতে ডিএমকে এবং এআইডিএমকে, অন্ধ্র প্রদেশে টিডিপি ও ওয়াইএসআর, তেলেঙ্গানায় টিআরএস, এবং উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি'র নেতৃত্বাধীন দুটি আঞ্চলিক জোট।