ব্রিটিশ রাজপরিবারে নতুন শিশু, মা হলেন মেগান মার্কেল

মেগান মার্কেল এবং প্রিন্স হ্যারি।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, মেগান মার্কেল এবং প্রিন্স হ্যারি।

ব্রিটেনের রাণী এলিজাবেথের নাতি প্রিন্স হ্যারি জানিয়েছেন তাঁর স্ত্রী, ডাচেস অব সাসেক্স, মেগান মার্কেল একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

প্রিন্স হ্যারি তার সন্তানের জন্ম হওয়ার বিষয়টিকে এক চমৎকার অভিজ্ঞতা বলে বর্ণনা করেন। নবজাতক শিশুকে স্বাস্থ্যবান উল্লেখ করে তিনি বলেন, এখনো পর্যন্ত সন্তানের নাম কী হবে তারা ঠিক করে উঠতে পারেননি।

প্রিন্স হ্যারি এবং ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলের প্রথম সন্তান এটি। আর রাজসিংহাসনের উত্তরাধিকারের ক্রমে তাদের সন্তান আছেন সাত নম্বরে।

এর আগে খবর বেরিয়েছিল যে ডাচেস অব সাসেক্স তার বাড়িতেই সন্তানের জন্ম দিতে চেয়েছেন। তবে শেষ পর্যন্ত কোথায় তিনি সন্তান জন্ম দিয়েছেন তা জানা যায়নি।

বাকিংহাম প্রাসাদ থেকে জানানো হয়েছে, তারা এই খবরে দারুণভাবে রোমাঞ্চিত।

কিছুদিন আগে মরক্কো সফরের সময় ডাচেস অব সাসেক্স এবং প্রিন্স হ্যারি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, কিছুদিন আগে মরক্কো সফরের সময় ডাচেস অব সাসেক্স এবং প্রিন্স হ্যারি

আরও পড়ুন:

বাকিংহাম প্রাসাদ থেকে আরও জানানো হয়েছে ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলের মা ডরিয়া রাগল্যান্ড তার সঙ্গে আছেন।

হ্যারি এবং মেগানের সম্পর্ক

৮ নভেম্বর ২০১৬: কেনসিংটন প্যালেস প্রথমবারের মত জানায় যে প্রিন্স হ্যারি মেগান মার্কেলের সঙ্গে প্রেম করছেন।

২৮ নভেম্বর ২০১৭: হ্যারি এবং মেগান জানান তাদের বাগদান হয়েছে, তারা বিয়ে করতে যাচ্ছেন।

১৫ ডিসেম্বর ২০১৭: কেনসিংটন প্যালেস ঘোষণা করে যে হ্যারি এবং মেগান পরের বছরের ১৯শে মে উইন্ডসর প্রাসাদে বিয়ে করবেন।

১৯ মে ২০১৮: সেন্ট জর্জেস চ্যাপেলে হ্যারি এবং মেগানের বিয়ে সম্পন্ন হয়। প্রায় ছয়শো অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা ডিউক এবং ডাচেস অব সাসেক্স উপাধি নিয়েছেন।

১৫ই অক্টোবর ২০১৮: কেনসিংটন প্রাসাদ জানায় ডাচেস অব সাসেক্স গর্ভবতী। ২০১৯ সালের বসন্তে তিনি সন্তান জন্ম দিতে যাচ্ছেন।

৬ মে ২০১৯: মেগান একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।