ছবিতে দেখুন হ্যারি ও মেগানের বিয়ের নানা মুহূর্ত

ব্রিটিশ এই রাজপুত্র এবং মার্কিন অভিনেত্রীর বিয়ে হয়েছে যুক্তরাজ্যের উইন্ডসোরে সেইন্ট জর্জেস চ্যাপেলে। বিয়ে উপলক্ষে লক্ষাধিক মানুষ উইন্ডসরে হাজির হন। ছিল ছয়শ অতিথি। বহু তারকা। সারা বিশ্বে কোটি কোটি মানুষ টেলিভিশনে এই বিয়ের অনুষ্ঠান সরাসরি উপভোগ করেন।

শুভ্র পোশাকে গীর্জায় প্রবেশ করছেন কনে মেগান মার্কল।

ছবির উৎস, WPA Pool

ছবির ক্যাপশান, শুভ্র পোশাকে গীর্জায় প্রবেশ করছেন কনে মেগান মার্কল।
কিছুক্ষণ আগেই আংটি বিনিময় করেছেন দুজনে।

ছবির উৎস, WPA Pool

ছবির ক্যাপশান, কিছুক্ষণ আগেই আংটি বিনিময় করেছেন দুজনে।
স্বামী স্ত্রী ঘোষণার পর চ্যাপেল থেকে বের হচ্ছেন প্রিন্স হ্যারি ও মেগান।

ছবির উৎস, PA

ছবির ক্যাপশান, স্বামী স্ত্রী ঘোষণার পর চ্যাপেল থেকে বের হচ্ছেন প্রিন্স হ্যারি ও মেগান।
বিয়ের পরে ভক্তকুলের সামনে প্রথম চুম্বন। অতঃপর হর্ষ ধ্বনিতে উত্তাল চারপাশ।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, বিয়ের পরে ভক্তকুলের সামনে প্রথম চুম্বন। অতঃপর হর্ষ ধ্বনিতে উত্তাল চারপাশ।
রাজসিক পোশাকে প্রিন্স হ্যারির হাত ধরে চ্যাপেলের সিঁড়ি বেয়ে নেমে আসছেন মেগান।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, রাজসিক পোশাকে প্রিন্স হ্যারির হাত ধরে চ্যাপেলের সিঁড়ি বেয়ে নেমে আসছেন মেগান।
ঘোড়ার গাড়িতে চেপে চলে যাওয়ার সময় উপস্থিত হাজার হাজার মানুষের প্রতি হাত নাড়ছেন দুজনে।

ছবির উৎস, WPA Pool

ছবির ক্যাপশান, ঘোড়ার গাড়িতে চেপে চলে যাওয়ার সময় উপস্থিত হাজার হাজার মানুষের প্রতি হাত নাড়ছেন দুজনে।
এই বিয়েকে কেন্দ্র করে নানা ধরনের আনন্দে মেতেছিলেন মানুষজন।

ছবির উৎস, Chris McGrath

ছবির ক্যাপশান, এই বিয়েকে কেন্দ্র করে নানা ধরনের আনন্দে মেতেছিলেন মানুষজন।
হাজার হাজার মানুষ দিনভর উৎসব করেছেন উইন্ডসোরে সেইন্ট জর্জেস চ্যাপেলের বাইরে ও রাস্তার দুই ধারে।

ছবির উৎস, WPA Pool

ছবির ক্যাপশান, হাজার হাজার মানুষ দিনভর উৎসব করেছেন উইন্ডসোরে সেইন্ট জর্জেস চ্যাপেলের বাইরে ও রাস্তার দুই ধারে।
রাজসিক বিয়ের রাজসিক কেক।

ছবির উৎস, WPA Pool

ছবির ক্যাপশান, রাজসিক বিয়ের রাজসিক কেক।
বিয়েতে ৬০০ অতিথিদের মধ্যে বহু তারকা ছিলেন। হলিউডের অভিনেতা জর্জ ক্লুনি ও তাঁর স্ত্রী আমাল ক্লুনি ছিলেন তাদের মধ্যে।

ছবির উৎস, PA

ছবির ক্যাপশান, বিয়েতে ৬০০ অতিথিদের মধ্যে বহু তারকা ছিলেন। হলিউডের অভিনেতা জর্জ ক্লুনি ও তাঁর স্ত্রী আমাল ক্লুনি ছিলেন তাদের মধ্যে।
মেগানের বিয়ের পোশাকটি তৈরি করেছেন ফরাসি ফ্যাশন লেবেল জিঁভনশির ডিজাইনার ক্লেয়ার ওয়েইট কেলার।

ছবির উৎস, PA

ছবির ক্যাপশান, মেগানের বিয়ের পোশাকটি তৈরি করেছেন ফরাসি ফ্যাশন লেবেল জিঁভনশির ডিজাইনার ক্লেয়ার ওয়েইট কেলার।
বহুকাল ধরে ব্রিটিশ রাজ পরিবারের বিয়েতে কনের পোশাকে সাদা রং আর হাতে সাদা ফুলের প্রাধান্য দেখা যায়।

ছবির উৎস, PA

ছবির ক্যাপশান, বহুকাল ধরে ব্রিটিশ রাজ পরিবারের বিয়েতে কনের পোশাকে সাদা রং আর হাতে সাদা ফুলের প্রাধান্য দেখা যায়।