দক্ষিণ আফ্রিকায় হাতির পায়ের নিচে পড়ার পর সিংহের খাবারে পরিণত হলো চোরাশিকারি

ছবির উৎস, Getty Images
দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে একজন সন্দেহভাজন গন্ডার চোরাশিকারি হাতির পায়ের নিচে পড়ার পর সিংহের খাদ্যে পরিণত হয়েছে।
চোরাশিকারি সহযোগীরা ভুক্তভোগীর পরিবারকে জানিয়েছেন, মঙ্গলবারে হাতির কবলে পড়ে নিহত হয়েছেন তিনি।
মৃত চোরাশিকারির পরিবার এরপর এই ঘটনা পার্কের কর্তৃপক্ষকে জানায়।
এরপর বৃহস্পতিবার একটি অনুসন্ধান দল নিহত চোরাশিকারির দেহাবশেষ খুঁজতে গিয়ে একটি খুলি এবং একটি ট্রাউজার বাদে অন্য কোনো কিছু পায়নি।
পার্কের ব্যবস্থাপনা নির্বাহী ঐ ব্যক্তির পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।
তিনি বলেন, "ক্রুগার ন্যাশনাল পার্কে অবৈধভাবে বা পায়ে হেঁটে প্রবেশ করা একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। এর ফলে অনেক বিপদ ঘটতে পারে এবং এই মৃত্যু সেটাই প্রমাণ করে।"
ক্রুগার ন্যাশনাল পার্কে অনেকদিন ধরেই চোরাশিকার সংক্রান্ত সমস্যা রয়েছে।
এশিয়ার দেশগুলোতে গন্ডারের শিংএর চাহিদা ব্যাপক।
শনিবার হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ প্রায় ২১ লাখ ডলার মূল্যের গন্ডারের শিংয়ের চোরাচালান আটক করেছে।








