ঢাকার গুলশানে ডিএনসিসি মার্কেটের পাশে আগুন নিয়ন্ত্রণে

ছবির উৎস, FOCUS BANGLA
বাংলাদেশের ঢাকায় ফায়ার সার্ভিস বলছে ভোর ৫ টা ৪৫ মিনিটে গুলশান-১ নম্বরে ডিএনসিসি মার্কেটের একটি অংশে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে ওই মার্কেটের কাঁচাবাজারের একটি অংশে আগুন লেগেছে।
তবে আগুন কিভাবে লাগলো ও কতটা ব্যাপক সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
আগুনে এই আগুনে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে মার্কেট সংলগ্ন কাঁচাবাজার বেশিরভাগ অংশ পুড়ে গেছে।
তবে গুলশান ১ নম্বরের ডিএনসিসি মার্কেটে তেমন ক্ষতি হয়নি।
এর আগে ২০১৭ সালের জানুয়ারিতেও এই মার্কেটে অগ্নিকাণ্ডে বহু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিলো।




