১৩ রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব

সৌদি আরব থেকে ১৩ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব
ছবির ক্যাপশান, সৌদি আরব থেকে ১৩ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব

বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে বসবাস করা ১৩ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব।

মঙ্গলবার ভোররাত ২টার দিকে সৌদি আরব এয়ারলাইন্সের একটি বিমানে করে তাদের ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পাঠানো হয় বলে জানিয়েছেন আর্মড পুলিশ ব্যাটেলিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান।

''তারা স্বীকার করেছে যে তারা রোহিঙ্গা, কিন্তু যেকোনোভাবে তারা বাংলাদেশের পাসপোর্ট তৈরি করেছে। এখন তাদের জিজ্ঞাসাবাদ করছে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ।''

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

আরো পড়ুন:

বাংলাদেশে সব মিলিয়ে প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাস করছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশে সব মিলিয়ে প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাস করছে

লন্ডন ভিত্তিক অনলাইন পত্রিকা 'মিডল ইস্ট আই' বলছে, প্রায় পাঁচ ছয় বছর ধরে এই রোহিঙ্গাদের সৌদি আরবের ডিটেনশন সেন্টারগুলোয় আটকে রাখা হয়েছে। সেখান থেকে আরো অনেককে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পত্রিকাটি।

ভুয়া কাগজপত্র দিয়ে বাংলাদেশের পাসপোর্ট তৈরি করে সৌদি আরবে আসা এরকম অনেক রোহিঙ্গাকে দেশটির শুমাইসি আটক কেন্দ্রে বন্দি করে রাখা হয়েছে বলে পত্রিকাটি জানিয়েছে। অনেক রোহিঙ্গা ভুটান, ভারত, পাকিস্তান ও নেপালের পাসপোর্টেও সৌদি আরবে গিয়েছে।

Skip X post
X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of X post

বাংলাদেশের কক্সবাজারের ক্যাম্পগুলোয় সবমিলিয়ে প্রায় ১১ লাখ রোহিঙ্গা বসবাস করছে। অভিযোগ রয়েছে যে তারা অবৈধভাবে মালয়েশিয়া, থাইল্যান্ড, সৌদি আরব সহ নানা দেশে যাবার চেষ্টা করে।

বিবিসি বাংলার অন্যান্য খবর: