সংসদ নির্বাচন: বিএনপি বা ঐক্যফ্রন্টের এতো কম আসন আশা করেনি জাতীয় পার্টি

বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচনে বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্ট এতো কম আসন পাবে - সেটা আশা করেনি জাতীয় পার্টির নেতারাও। বরং তাদের ধারণা ছিল যে, ঐক্যফ্রন্ট তাদের চেয়েও বেশি আসন পাবে।

জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বিবিসি বাংলাকে বলছেন, ''আমরাও ঠিক আশা করিনি এত কম আসনে তারা জয়লাভ করবে। আমরা ভেবেছিলাম আমাদের থেকে তারা হয়তো আরো বেশি আসনে জয়লাভ করতে পারে।''

নির্বাচনে মহাজোটের বিপুল বিজয় ব্যাপক অনিয়ম এবং কারচুপির মাধ্যমেই সম্ভব হয়েছে বলে যে অভিযোগ করছে ঐক্যজোট ও বিএনপি।

তবে নির্বাচনে কোন কারচুপি হয়েছে বলে মনে করেন না জাতীয় পার্টির মহাসচিব।

মশিউর রহমান রাঙ্গা বলছেন, ''আমার নির্বাচনী এলাকায় ছিলাম, চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নির্বাচনী এলাকায়ও গিয়েছি। আমি দেখেছি সেখানে নিরপেক্ষ নির্বাচনই হয়েছে।''

সেটা করতে না পারার কারণেই তারা এখন 'মনঃক্ষুণ্ণ' হয়ে নানা অভিযোগ তুলছে বলে তিনি মনে করেন।

আরো পড়ুন:

ঐক্যজোটের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ''ঐক্যফ্রন্ট অনেক বেশি আশা করেছিল যে, মানুষ ঝাঁপিয়ে পড়বে, মানুষ রাস্তায় নেমে আসবে গণতন্ত্রের কথা বলে। সেটি তারা মানুষকে নামাতে পারেনি বা মানুষ তাদের পক্ষে আসেনি।"

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ক্ষমতাসীন মহাজোট থেকে নির্বাচনে অংশ নেয় জাতীয় পার্টি, যদিও তাদের নির্বাচনী প্রতীক ছিল ভিন্ন।

জাতীয় পার্টি যদিও এর আগের সংসদে আনুষ্ঠানিক বিরোধী দলের ভূমিকায় ছিল, একই সঙ্গে তাদের দল থেকে কয়েকজনকে মন্ত্রীও করা হয়েছিল। সেই সংসদে তাদের মোট আসন ছিল ৩৪টি।

সব দলের অংশগ্রহণে সদ্য সমাপ্ত নির্বাচনে সংসদে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে জাতীয় পার্টি। আজ এক বৈঠকে দলটি ঠিক করবে সংসদে সরকার নাকি বিরোধী দল, কোন দিকে আসন গ্রহণ করবে তারা।

মি. রহমান বলছেন, ''এ বিষয়ে আজ প্রেসিডিয়াম সভা ডাকা হয়েছে, যেখানে নবনির্বাচিত এমপিরাও থাকবেন। সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবো যে, আমরা সরকারে থাকবো কিনা বা মন্ত্রিপরিষদে থাকবো কিনা।''

বিএনপি বা অন্যান্য বিরোধী দল থেকে নির্বাচিতদের সংসদে যাওয়া না যাওয়ার ওপরেই তাদের সিদ্ধান্ত নির্ভর করছে কিনা, জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব বলেন, "তাদের ওপর আমাদের কিছু নির্ভর করছে না। আমরা প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবো।"

বিবিসি বাংলার অন্যান্য খবর: