আইপিএল নিলাম ২০১৯: বাংলাদেশী ক্রিকেট খেলোয়াড়দের সম্ভাবনা কেমন?

ক্রিকেট, বাংলাদেশ, আইপিএল

ছবির উৎস, ISHARA S. KODIKARA

ছবির ক্যাপশান, চলতি বছর টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম
    • Author, রায়হান মাসুদ
    • Role, বিবিসি বাংলা, ঢাকা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের ২০১৯ আসরের নিলামে বাংলাদেশের দুজন ক্রিকেটার সংক্ষিপ্ত তালিকায় আছেন।

তারা হলেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ।

মুশফিকুর রহিম চলতি বছর ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

যেখানে তিনি ৩৫.৯০ গড়ে ৩৯৫ রান তুলেছেন, যা বাংলাদেশের সর্বোচ্চ।

এই রান তোলেন তিনি ১৩৫.২৭ স্ট্রাইক রেটে।

আর মাহমুদুল্লাহ রিয়াদ সমান ম্যাচ খেলে ৩৬০ রান তুলেছেন।

বাংলাদেশের সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ইতোমধ্যেই আইপিএলের নিবন্ধিত ক্রিকেটার।

তবে মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন আইপিএলে খেলার অনুমতি দেয়নি।

আরো পড়ুন:

বাংলাদেশের ক্রিকেটারদের গুরুত্বটা আইপিএলে কোথায়?

মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দলগুলো বাংলাদেশের ক্রিকেটারদের কী দেখে নেয়?

বিপনণের দিকটা বিবেচনা করে নাকি ক্রিকেটীয় বিষয়গুলো ভাবনায় রাখে তারা?

ক্রিকেট, বাংলাদেশ, আইপিএল

ছবির উৎস, DIBYANGSHU SARKAR

ছবির ক্যাপশান, কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুই বার শিরোপা জিতেছেন সাকিব আল হাসান

ক্রিকেট বিশ্লেষক বোরিয়া মজুমদারের কাছে এই প্রশ্ন রাখলে তিনি বলেন, "গুরুত্বটা মার্কেটিং দিক থেকে এক ধরণের, যদি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন সেক্ষেত্রে একটা বাঙালী আবেগ চলে আসে কিন্তু ক্রিকেটীয় মানদন্ডেও আইপিএল বিশ্বের সেরা টুর্নামেন্টগুলোর একটি, সেদিক থেকে আদৌ মার্কেটিং আসলে ব্যাপার না, সাকিব আল হাসান আজকে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের শ্রেষ্ঠ অলরাউন্ডার। সানরাইজার্স হায়দ্রাবাদের তিনটি স্তম্ভ ডেভিড ওয়ার্নার, কেইন উইলিয়ামসন এবং সাকিব আল হাসান।"

আইপিএলে সাকিব আল হাসান

  • ম্যাচ খেলেছেন ৬০টি
  • রান করেছেন ৭৩৭
  • উইকেট নিয়েছেন ৫৭টি
  • ইকোনমি রেট ৭.৩৯

এবারের আইপিএল খেলায় বাঁধা থাকলেও এই টুর্নামেন্টের অন্যতম সেরা বোলারদের একজন মুস্তাফিজুর রহমান।

ক্রিকেট, বাংলাদেশ, আইপিএল

ছবির উৎস, LAKRUWAN WANNIARACHCHI

ছবির ক্যাপশান, মুস্তাফিজুর রহমান নিজের প্রথম আসরেই চমক দেখান

আইপিএলে মুস্তাফিজুর রহমান

  • ম্যাচ খেলেছেন ২৪টি
  • উইকেট নিয়েছেন ২৪টি
  • ইকোনমি রেট ৭.৫১
  • একবার বর্ষসেরা তরুণ ক্রিকেটারের পুরষ্কার পেয়েছেন
Skip X post, 1
X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of X post, 1

মুশফিকুর রহিম নাকি মাহমুদুল্লাহ রিয়াদ? কে দৌড়ে এগিয়ে?

বোরিয়া মজুমদার বলছেন, মুশফিকুর রহিম যদি এবার নিলামে অবিক্রিত থেকে যান তাহলে সেটা অবাক করা একটা বিষয় হবে।

"মুশফিকুর রহিম উইকেটকিপার হিসেবে ভালো, ওপেন করতে পারেন, তিনে খেলতে পারেন, চারে খেলতে পারেন, পাঁচে খেলতে পারেন। দিল্লী ক্যাপিটালস রিশাভ পান্তকে ছেড়ে দিয়েছে"

"ব্র্যান্ডন ম্যাককালাম আছেন, তবে আমি হলে ম্যাককালামের জায়গায় মুশফিককে নিতাম। কারণ ম্যাককালাম অবসর নিয়েছেন বেশ কিছুদিন চলে গিয়েছে। টি-টেন এবং আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগে তার পারফরম্যান্স বলার মতো না। ফিনিশার হিসেবে মুশফিকুর রহিম যথেষ্ট ভালো, বড় শট খেলতে পারেন," বলছিলেন বোরিয়া মজুমদার।

রিয়াদ সম্পর্কে মি: মজুমদারের ব্যাখ্যা, "মাহমুদুল্লাহ রিয়াদ মিডল অর্ডারে পাঁচ বা ছয়ে ব্যাট করে দেবেন, দু-তিন ওভার বল করে দেবেন, তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খুব ভালো কিছু করেননি। তবে উনাকে নিলে উনি ভালোই করবেন।"

Skip X post, 2
X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of X post, 2

বাংলাদেশের হয়ে কারা আইপিএল খেলেছেন?

  • মাশরাফি বিন মর্তুজা
  • মোহাম্মদ আশরাফুল
  • আব্দুর রাজ্জাক
  • সাকিব আল হাসান
  • মুস্তাফিজুর রহমান

তামিম ইকবালকে পুনে ওয়ারিওর্স কিনলেও মাঠে নামা হয়নি তার।

অন্যদেশের ক্রিকেটারদের কার সম্ভাবনা কেমন?

"স্যাম কারান, ওশানি থমাস, শিমরন হেটমেয়ার, ক্রিস ওকসরা দল পাবেন। শিমরন হেটমেয়ার যথেষ্ট বড় দল পাবেন," বোরিয়া মজুমদার।

ইএসপিএন ক্রিকিনফো যেটি একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট তাদের জরিপও বলছে শিমরন হেটমেয়ারের বড় দল পাওয়ার সম্ভাবনার কথা।

সেই তালিকায় জনি বেয়ারস্টোর মতো ক্রিকেটারের নাম আছে ওপরের দিকে।

অন্যান্য খবর: