বিশ্ব ইজতেমা: টঙ্গীতে তাবলীগ জামাতের দুই পক্ষে সংঘর্ষ

টঙ্গি যাওয়া পথে সড়কে ভয়াবহ যানজট দেখা দিয়েছে।
ছবির ক্যাপশান, টঙ্গি যাওয়া পথে সড়কে ভয়াবহ যানজট দেখা দিয়েছে।

ঢাকার কাছে টঙ্গীতে গত কিছুদিন ধরে বিবদমান তাবলীগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন।

স্থানীয় পুলিশ বলছে ভোর থেকেই দু পক্ষের অনুসারীরা পৃথকভাবে জড়ো হতে থাকে।

টঙ্গীর ইজতেমা এলাকা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিতে থাকেন তারা।

এক পর্যায়ে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে।

পরিস্থিতি সেখানে এখনো অশান্ত রয়েছে।

ঢাকা থেকে টঙ্গীর উদ্দেশ্য যাওয়া সড়কে তীব্র যানজটের কারণে যান চলাচল প্রায় থমকে গেছে। যানজট পৌঁছে গেছে ঢাকার মহাখালী পর্যন্ত ।

আরো পড়ুন:

তাবলীগ জামাতের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ সাদ কান্দালভি

ছবির উৎস, youtube

ছবির ক্যাপশান, তাবলীগ জামাতের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ সাদ কান্দালভি

গত কিছুদিন ধরেই তাবলীগ জামাতের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ সাদ কান্দালভির কিছু মন্তব্য ও তার মতবাদকে ঘিরে বিতর্ক চলছিলো।

সে নিয়ে বাংলাদেশে তাবলীগ জামাতের মধ্যে বিভক্তি তৈরি হয়।

এই অভ্যন্তরীণ কোন্দলের কারণে এমনকি ঢাকার টঙ্গীতে এবার বিশ্ব ইজতেমা করার বিষয়টিও সংকটে পড়েছে।

এই মাসের মাঝামাঝি সময়ে এবারের ইজতেমা আয়োজন স্থগিত করে দিয়েছে সরকার।

বিভক্তি মেটাতে দুই পক্ষের প্রতিনিধিদের সাথে নিয়ে কমিটি করা হয়।

এ বছরের শুরুর দিকেও একবার তাবলীগ জামাতের একাংশের কর্মীরা ঢাকার বিমানবন্দর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিল।