ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি টুয়েন্টি সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ

দ্বিতীয় টি টুয়েন্টির একটি মুহূর্তের বাংলাদেশের তামিম ইকবাল এবং সাকিব আল হাসান

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, দ্বিতীয় টি টুয়েন্টির একটি মুহূর্তের বাংলাদেশের তামিম ইকবাল এবং সাকিব আল হাসান

ফ্লোরিডার লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টুয়েন্টিতে ১২ রানে জয় পেয়েছে বাংলাদেশ।

ফলে তিন ম্যাচের এই সিরিজে সমতায় ফিরলো সফরকারীরা।

ফ্লোরিডার লডারহিল স্টেডিয়ামে টসে হেরে প্রথম ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ। তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করতে পেরেছে ১৫৯ রান।

পাঁচটি টি টুয়েন্টি ম্যাচে টানা হারের পর অবশেষে জয়ের মুখ দেখলো টাইগাররা।

বিবিসি বাংলার অন্যান্য খবর:

অ্যাশলে নার্স

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, দ্বিতীয় টি টুয়েন্টিতে একটি ক্যাচ ধরার চেষ্টা করছেন অ্যাশলে নার্স

ম্যাচে বাংলাদেশের হয়ে অর্ধশতকের দেখা পেয়েছেন তামিম ইকবাল এবং অধিনায়ক সাকিব আল হাসান।

তামিম ইকবাল ৪৪ বলে ৭৪ রান আর সাকিব তুলেছেন ৩৮ বলে ৬০ রান। চতুর্থ উইকেটে এই দুই বাঁহাতির ৫০ বলে ৯০ রানের জুটিতেই ১৭১ রানের স্কোর দাঁড়া করে বাংলাদেশ।

তবে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে অর্ধশতকের ঘর পার হতে পারেননি কেউই।

বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান আর নাজমুল ইসলাম অপু।

সোমবার ভোরে তৃতীয় টি টুয়েন্টিতে চূড়ান্ত হবে সিরিজের ভাগ্য।

এই সফরের শুরুতে দু''টি টেস্টে হারলেও, ওয়ানডে সিরিজ ২-১ এ জিতেছে বাংলাদেশ।