আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
বাংলাদেশে গণজাগরণ মঞ্চের ইমরান সরকারকে যেভাবে পুলিশ তুলে নিল
বাংলাদেশের বিশেষ পুলিশ র্যাব গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আটক করেছে।
বুধবার ঢাকায় এক সমাবেশ থেকে সাদা পোশাকে র্যাবের একদল মি. সরকারকে মাইক্রোবাসে তুলে নেয়।
তবে তাকে কেন আটক করা হয়েছে তার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোন তথ্য জানা যায়নি।
গণজাগরণ মঞ্চ মাদকবিরোধী অভিযানের সময় ঘটা বিনা বিচারে মানুষ হত্যা'র প্রতিবাদে বিকেলে শাহবাগ এলাকায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছিল।
ইমরান এইচ সরকার সমাবেশস্থলে আসার পর একটি মাইক্রোবাস উপস্থিত হয়।
আরও দেখুন:
এসময় র্যাবের বেশ কয়েকটি গাড়িও সেখানে উপস্থিত হয়।
এরপর সাদা পোশাক পর র্যাব সদস্যরা মাইক্রোবাস থেকে নেমে মি. সরকারকে হাত ধরে টেনে মাইক্রোবাসে তুলে নেন।
এসময় গণজাগরণ মঞ্চের কর্মীরা বাধা দিতে গেলে র্যাব সদস্যরা তাদের লাঠিপেটা করে।
এতে বেশ ক'জন আহত হন।
গণজাগরণ মঞ্চ গত সোমবার বিনা বিচারে মানুষ হত্যা'র প্রতিবাদে বিক্ষোভ দেখাতে গেলেও পুলিশ তাদের বাধা দেয়।
সে সময় তারা বুধবার এই কর্মসূচি পালনের ঘোষণা করেছিল।