আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
প্যারিসে হামলায় একজন নিহত, আহত অন্তত চারজন
ফ্রান্সের গণমাধ্যম বলছে, প্যারিসে এক ব্যক্তি ছুরি দিয়ে হামলা চালালে একজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছে। হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছে।
তার পরিচয় এখনো জানা যায় নি। সেন্ট্রাল প্যারিসে অপেরা ডিস্ট্রিক-এ হামলার ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করছিলেন মানুষজন ভয়ে রাস্তা থেকে দৌড়ে বিভিন্ন রেস্টুরেন্টের ভিতরে আশ্রয় নিয়েছে।
এই হামলার উদ্দেশ্য কি ছিল সেটা তাৎক্ষণিক-ভাবে এখনো জানা যায় নি।
পরে ইসলামিক স্টেট গ্রুপ দাবি করেছে, তাদের একজন সৈন্য এই হামলা চালিয়েছে।
স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে যাত্রীদের ওপর ছুরি নিয়ে হামলা শুরু করে ওই হামলাকারী। সে কয়েকটি বার ও রেস্তোরায়ও হামলার প্রবেশের চেষ্টা করে।
পুলিশ তাকে প্রথমে চেতনানাশক গুলি ছুড়ে অচেতন করে আটকের চেষ্টা করে। কিন্তু সেটি সম্ভব না হওয়ায় তাকে গুলি করে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ''আবারো ফ্রান্স থেকে রক্ত ঝরলো, কিন্তু শত্রুদের এক ইঞ্চি স্বাধীনতাও দেয়া হবে না।''