আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ক্রিকেট: কলম্বোতে নিদাহাস টি-২০ ট্রাই সিরিজের ফাইনালে বাংলাদেশ
কলম্বোতে নিদাহাস টি-২০ ট্রাই সিরিজে কার্যত সেমিফাইনালে বাংলাদেশ শ্রীলংকাকে দুই উইকেটে পরাজিত করেছে।
এই জয়ের সুবাদে আগামী ১৮ই মার্চে ফাইনাল ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা।
শুক্রবার টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ।
শ্রীলংকানরা নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে।
বাংলাদেশ ১৬০ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও শুরুটা বিশেষ ভালো হয়নি।
প্রথম চার ওভারের মধ্যে প্যাভিলিয়নে ফিরে যান লিটন দাস এবং সাব্বির রহমান।
তবে তৃতীয় উইকেটে তামিম এবং মুশফিক ৬৪ উইকেটের জুটি গড়ে দলকে ভালোই এগিয়ে নেন।
শেষ পর্যায়ে প্রচণ্ড চাপ উপেক্ষা করে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন মাহমুদউল্লাহ।
আরও দেখুন: