কৃত্রিম নিতম্বের মধ্যে কোকেন পাচারের চেষ্টা ধরা পড়লো পর্তুগালে

ছবির উৎস, Polícia Judiciária
পর্তুগালের পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে যিনি কৃত্রিম নিতম্ব বানিয়ে তার মধ্যে কোকেন ভরে পাচার করার চেষ্টা করছিলেন।
ঘটনাটি ঘটেছে লিসবনের আন্তর্জাতিক বিমানবন্দরে।
স্থানীয় সংবাদমাধ্যম খবর দিচ্ছে, ব্রাজিলের ঐ নাগরিক কৃত্রিম নিতম্ব তৈরি করে তার মধ্যে এক কিলোগ্রাম কোকেন ঢুকিয়ে দেন।
এরপর তিনি ব্রাজিলের উত্তরাঞ্চলীয় শহর বেলেম থেকে পর্তুগালের উদ্দেশ্যে রওনা দেন।
কিন্তু বিমান বন্দরে তিনি কিভাবে পর্তুগালের পুলিশের হাতে ধরা পড়লেন সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
আটক কোকেনের বাজার মূল্য কত হতে পারে সে সম্পর্কে পুলিশ কিছু বলতে পারে নি।
দক্ষিণ আমেরিকা থেকে নিয়মিতভাবে ইউরোপের বিভিন্ন দেশে মাদক পাচারের চেষ্টা চালানো হয়।
গত মাসে পর্তুগাল এবং স্পেনের পুলিশ দক্ষিণ আমেরিকা থেকে তাজা আনারসের একটি চালান আটক করে যার মধ্যে কোকেন লুকানো ছিল।
আরও দেখুন:








