যৌন হয়রানির অভিযোগ: রিপাবলিকান পদ থেকে ক্যাসিনো মোগলের পদত্যাগ

ক্যাসিনো, ক্যাসিনো

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, স্টিভ উইন ক্যাসিনো জগতের একজন হোমড়া-চোমড়া ব্যক্তি

স্টিভ উইন কেবল ক্যাসিনো জগতের একজন হোমড়া-চোমড়া ব্যক্তিই নন, তিনি রিপাবলিকান ন্যাশনাল কমিটির অর্থনীতি-বিষয়ক চেয়ারম্যান ছিলেন। তবে যৌন হয়রানির অভিযোগের মুখে তিনি সে পদ থেকে এবার সরে দাঁড়িয়েছেন।

শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়, ৭৬ বছর-বয়সী কোটিপতি মেসেজ থেরাপিস্টদের যৌন হয়রানি করতেন এবং একজনকে তার সাথে যৌন সম্পর্কে স্থাপনে বাধ্য করেন।

ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুসারে, সেখানে বলা হয় তারা ডজন-খানেক লোকের সাক্ষাতকার নিয়েছে যারা মি: উইনের সাথে কাজ করেছেন। তাদের বক্তব্যে মি: উইনের বিরুদ্ধে বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ এসেছে। প্রায়ই তিনি তার ব্যক্তিগত অফিসে মেসেজ থেরাপিস্টদের হয়রানি করতে বলে অভিযোগ রয়েছে।

মেনিকিউর করার কাজ করতেন এমন একজন নারী যিনি মি: উইনের বিরুদ্ধে জোর করে যৌন সম্পর্কে স্থাপনে বাধ্য করার অভিযোগ তুলেছেন, তাকে সাড়ে সাত মিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছেন এই ক্যাসিনো মোগল।

আদালতে দাখিল করা দলিলে এমনই উঠে আসে বলে রিপোর্টে বলা হয়।

স্টিভ উইন, যৌন হয়রানি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, স্টিভ উইন এবং তার দ্বিতীয় স্ত্রী হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে।

মি: উইন অবশ্য কোনধরনের অসদাচরণের অভিযোগ অস্বীকার করে এগুলোকে 'হাস্যকর' বলে মন্তব্য করেছেন।

মি: উইন রিপাবলিকান দলের একজন অর্থ-দাতা এবং তহবিল সংগ্রাহক। এই বিষয়টিতে রিপাবলিকানদের নীরবতার কারণে তারা ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির তোপের মুখে পড়েছে।

রিপাবলিকান ন্যাশনাল কমিটির প্রধান রন্না ম্যাকড্যানিয়েল জানিয়েছেন মি: উইনের পদত্যাগপত্র তিনি গ্রহণ করেছেন।

এদিকে মি: উইন তার ভাষায় এসব 'অপবাদ' তৈরির জন্য তার প্রাক্তন স্ত্রীকে দোষারোপ করেছেন যার সঙ্গে তার আইনি লড়াই চলছে।