ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ: ফাইনালে কাকে পাবে বাংলাদেশ?

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলা আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। (ফাইল ফটো)
ছবির ক্যাপশান, ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলা আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। (ফাইল ফটো)
    • Author, রায়হান মাসুদ
    • Role, বিবিসি বাংলা, ঢাকা

ঢাকায় চলছে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার মধ্যকার ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ। আজ যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। এরপর জিম্বাবুয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ১২ রানের জয় পায়।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচে, স্বাগতিক দল নিজেদের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ ব্যবধানের জয় তুলে নেয়। সেদিন ১৬৩ রানে জেতে বাংলাদেশ।

প্রথম দুই ম্যাচেই বোনাস পয়েন্টসহ জয়ের ফলে বাংলাদেশ সবার আগে ফাইনালে খেলা নিশ্চিত করে।

এরপর দ্বিতীয় বার মুখোমুখি হবার পালায় শ্রীলঙ্কা জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারায়। তবে বোনাস পয়েন্ট পায়নি শ্রীলঙ্কা।

এখন সিরিজ মূলত নির্ভর করছে বাংলাদেশের বিপক্ষে শেষ দুই ম্যাচে কে জয় পাবে তার ওপর।

মঙ্গলবার জিম্বাবুয়ে বা বৃহস্পতিবার শ্রীলঙ্কা, এই দুই দলের যেকোনো একটি দল জিতলে সেই দলই ফাইনালে উঠে যাবে।

আর যদি উভয় দলই বাংলাদেশের বিপক্ষে জয় পেয়ে যায় কিংবা পরাজিত হয়, সেক্ষেত্রে নেট রান রেটের ওপর নির্ভর করবে ফাইনাল ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে।

আর সেদিক দিয়ে অর্থাৎ নেট রান রেটে আপাতত এগিয়ে আছে জিম্বাবুয়ে।

আরও পড়ুন: