আলাস্কার তিমি শিকারী মানুষের জীবন

Flora Aiken gives a silent blessing to the first bowhead whale of the spring season.

কিলি ইয়ুয়ান একজন আদিবাসী নানাই চিত্রগ্রাহক, যিনি আদিবাসী মানুষজন ও তাদের বুনো জীবনযাত্রার ছবি তোলেন। তিনি আলাস্কার আদিবাসী গোত্র ইনুপিট সম্প্রদায়ের ছবি তুলেছেন, যাদের জীবনযাত্রা মূলত নির্ভর করে তিমি শিকারের উপর।

এই সম্প্রদায়ের সদস্যরা প্রতিবছর নির্দিষ্ট সংখ্যক বোহেড তিমি শিকার করতে পারেন। প্রথম যে নৌকা তিমির গায়ে হার্পুন ছোয়াতে পারে, তারা সবাই ভাগ পাবে।

ফ্লোরা আইকেনের আর্শীবাদ আছে ইনুপিটদের উপর। এই সম্প্রদায়ের গভীর ধর্মীয় জীবনযাত্রা রয়েছে, যার সবই আবর্তিত হয় তিমি কেন্দ্র করে।

This camp, erected miles out on the sea ice, is the Inupiaq home away from home. Despite spending months living in cramped and frozen quarters, the captain of Yugu crew prefers it.

ইনুপিটদের ক্যাম্পগুলো বসানো হয় সমুদ্রের বরফ থেকে কয়েক মাইল দূরে। এগুলো তাদের আসল বাড়ি থেকে অনেক দূরে, শিকারের অস্থায়ী ক্যাম্প।

ছয় বছরের স্টিভেন রেইখ তার বাবার ইউমিক পরীক্ষা করে দেখছেন। চামড়া দিয়ে তৈরি এসব বোট শিকারের কাজে ব্যবহার করা হয়। ছেলেকে নিয়ে প্রথমবার শিকারে যাচ্ছেন তার বাবা ইয়ুগু ক্রু।

তিনি বলছেন, আমি আমার ছেলেকে নিয়ে গর্বিত। কারণ সে শিখতে যাচ্ছে কিভাবে শিকার করতে হয়।

Six-year old Steven Reich examines his father's umiaq, or skin boat used for whaling.
Speeding up to a bearded seal moments after a successful shot, Gilford Mongoyak prepares to harpoon it before sinking into the sea. A precise hit is important to preserve the skin without holes.

তিমি শিকারের সময় প্রচণ্ড ঠাণ্ডা থেকে বাঁচার একটি উপায় হলো কোয়ক খাওয়া, যা বরফ ঠাণ্ডা মাংস আর মাছ দিয়ে তৈরি করা হয়।

সীল মাছও ইনুপিটদের জনপ্রিয় খাবার। মিশিগাক অথবা সীলের তেল তৈরি হয় বেয়ার্ড সীলের নাড়িভুড়ি দিয়ে। এগুলো বেশ কিছুদিন বরফে পাঁচিয়ে খাওয়ার উপযোগী করা হয়।

Frozen raw meat and fish and a jar of seal oil.

সিগভায়ুন কালেক এবং তার বাবা রালেইগ পুরো জীবন ধরেই তিমি শিকারি। যদিও বাণিজ্যিক তিমি শিকারের কারণে তিমির সংখ্যা অনেক কমে যাচ্ছে, কিন্তু ইনুপিটরা শিকারের পাশাপাশি এগুলোর সংখ্যাও বাড়ানোর চেষ্টা করছে।

বের্নাদেত্তে অ্যাডামস হচ্ছেন প্রথম ইনুপিট নারী যিনি হার্পুন দিয়ে তিমি শিকার করেছেন।

''আমার কোন ভাই নেই, সুতরাং আমার পরিবারের জন্য আমার কোন একটি উপায় খুঁজে বের করতে হয়েছে'' তিনি বলছেন।

Sigvaun Kaleak and his father Raleigh, wearing traditional ice camouflage parkas
Bernadette Adams and Inupiat elder Foster Simmonds has been a whaler since he was a child.
Beluga whales are trapped by sea ice as shifting winds create unstable conditions.

বেলুগা তিমিগুলো সাগরের বরফে আটকে পড়েছে। ইনুপিটরা অবশ্য বোহেড তিমি শিকারই পছন্দ করে।

বর্তমানের ইনুপিট নেতারা অবশ্য দ্বিধারা জীবনযাত্রা অনুসরণ করে। পুরনো ঐতিহ্যের জীবনযাত্রা অনুসরণের পাশাপাশি তারা আধুনিক জীবনযাত্রাও অনুসরণ করছেন।

Maasak Leavitt, who works for the North Slope Borough

নালুকাটাক শহরে গ্রীষ্মকালীন উৎসবে পুরো গ্রাম আনন্দে মেতে উঠেছে, কারণ এবার তাদের ভালো শিকার হয়েছে।

এখানে সফল শিকারীরা কম্বলের উপর খেলায় মেতে উঠেছেন। এসব কম্বলে লাফিয়ে তারা ত্রিশ মিটার পর্যন্ত উঠতে পারেন।

At Nalukataq, the summer whaling festival, the village comes out to celebrate a successful whaling season and to give thanks to the whale for its gift. Here, successful crewmembers do the blanket toss They are thrown up to thirty feet in the air, and depend on everyone's hands to land safely.