আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
বাংলাদেশের মন্ত্রিসভায় বড় রদবদল
বাংলাদেশের মন্ত্রিসভায় বড় ধরণের রদবদল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার মন্ত্রিসভায় তিনজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী শপথ নেবার ২৪ ঘণ্টার কম সময়ের বড় রদবদলের এ ঘোষণা আসলো।
বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রণালয় থেকে সরিয়ে রাশেদ খান মেননকে দেয়া হয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে।
পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে দেয়া হয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়ে।
পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদকে দেয়া হয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে।
নতুন শপথ নেয়া লক্ষীপুরের সংসদ সদস্য শাহজাহান কামালকে দেয়া হয়েছে বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব।
আরেকজন নতুন মন্ত্রী মোস্তফা জব্বারকে পেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব।
এছাড়া ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের দপ্তর পরিবর্তন করে দায়িত্ব দেয়া হয়েছে তথ্য প্রতিমন্ত্রী হিসেবে।
মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে একই মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
প্রতিমন্ত্রী হিসেবে নতুন শপথ নেয়া কাজী কেরামত আলী পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি এবং মাদ্রাসা বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে।