আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
নিখোঁজ হবার প্রায় চারমাস পর 'গ্রেপ্তার' বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব, চারদিনের রিমান্ডে
প্রায় চারমাস ধরে নিখোঁজ থাকার পর হঠাৎ করে বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরপর বিকেলে তাকে চারদিনের রিমান্ডে নেয়া হয়েছে।
তবে, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম আশংকা প্রকাশ করেছেন, মিঃ রহমানের বিরুদ্ধে কোন মামলা না থাকা সত্ত্বেও এখন তাকে মিথ্যা মামলায় হয়রানি করা হতে পারে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে গত রাতে ঢাকার শাহজাদপুর এলাকার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে তাকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ নিয়ে গত চার দিনের মধ্যে নিখোঁজ তৃতীয় একজনের সন্ধান পাওয়া গেলো।
এর আগে ৬৯দিন নিখোঁজ থাকার পর বুধবার সাংবাদিক উৎপল দাসকে নারায়ণগঞ্জের ভুলতায় পাওয়া যায়।
এরপর ৪৪দিন নিখোঁজ থাকার পর মাত্র গতকালই ফিরে এসেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসান সিজার।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডেপুটি কমিশনার শেখ নাজমুল আলম বিবিসি বাংলাকে বলেছেন, গত রাতে হঠাৎ করে মিঃ রহমানের মোবাইল ফোন 'অন' দেখার পর গোয়েন্দা পুলিশ তার মোবাইল ফোন ট্র্যাক করতে শুরু করে।
পুলিশ কর্মকর্তা মিঃ আলম জানিয়েছেন, রাত ১১টা ৪০এর দিকে আমিনুর রহমান একটি গাড়িতে করে এসে সুবাস্তু টাওয়ারের নামেন। এর পর সেখান থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে।
মিঃ রহমানকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ কর্মকর্তা মিঃ আলম।
যদিও মিঃ রহমানের বিরুদ্ধে আগে কোন মামলা ছিল না বলে জানিয়েছেন তিনি।
এদিকে, কল্যাণ পার্টির চেয়ারম্যান মিঃ ইব্রাহিম জানিয়েছেন, মিঃ রহমানকে দুপুরের পর আদালতে তোলা হয়েছে। এর আগে গুলশান থানায় মিঃ রহমানের সঙ্গে তার পরিবারের সদস্যদের দেখা হয়েছে।
বাংলাদেশ কল্যাণ পার্টি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক একটি দল।
গত ২৭শে আগস্ট রাতে নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজারে নিজের বাসায় যাবার জন্য রওনা হয়েছিলেন তিনি।
এরপর থেকেই নিখোঁজ ছিলেন মিঃ রহমান।