আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
চট্টগ্রামে ছুরিকাঘাতে ভারতীয় ছাত্র নিহত, আরেকজনের গলায় ফাঁস
বাংলাদেশে পুলিশ বলছে, চট্টগ্রাম শহরে গতরাতে এক ছুরিকাঘাতের ঘটনায় একজন ভারতীয় তরুণ নিহত হয়েছেন।
তিনি একটি প্রাইভেট মেডিক্যাল কলেজের ছাত্র এবং অন্য আরো কয়েকজন ভারতীয়ের সাথে আকবর শাহ এলাকার একটি ফ্ল্যাট বাড়িতে থাকতেন বলে জানা গেছে।
ওই ফ্ল্যাটের আরো একজনকে গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করার পর তাকে হাসপাতালে নেয়া হয়।
চট্টগ্রাম শহরের আকবর শাহ এলাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বিবিসি বাংলাকে বলেন, গত মধ্যরাতের পর ওই ফ্ল্যাট থেকে ছুরিকাহত অবস্থায় ছাত্রটিকে হাসপাতালে নেয়া হয়। ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
ঠিক কি কারণে তিনি ছুরিকাহত হন তা এখনো বলতে পারছে না পুলিশ।
আকবর শাহ এলাকার ফ্ল্যাটটিতে যারা থাকতো তারা সবাই ভারতের মনিপুর রাজ্য থেকে বাংলাদেশে পড়তে আসা ছাত্র।
একই বাড়ির বাসিন্দা আরো একজন ভারতীয় ছাত্রকে গত রাতে গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করা হয়। তিনি এখনো হাসপাতালে অজ্ঞান অবস্থায় আছেন।
পুলিশ বলছে, এই ছাত্রটির সংজ্ঞা না ফেরা পর্যন্ত ঠিক কি ঘটেছিল তা জানা যাচ্ছে না।