আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ইম্যানুয়েল ম্যাক্রনের চেয়েও কমবয়সী কজন রাষ্ট্রনেতা
মাত্র ৩৯ বছর বয়সে প্রেসিডেন্টে নির্বাচিত হয়ে ইম্যানুয়েল ম্যাক্রন ফ্রান্সে ইতিহাস তৈরি করেছেন।
এর আগে ফ্রান্সে এই রেকর্ড ছিল লুই- নেপোলিয়ন বোনাপার্টের। ১৮৪৮ সালে ৪০ বছর বয়সে নেপোলিয়ন ক্ষমতা নিয়েছিলেন।
কিন্তু বিশ্বে এরকম আরো বেশ কজন কম বয়সী রাষ্ট্রনেতা রয়েছেন। তারা মি ম্যাক্রনের চেয়েও বয়সে কম।
ভানেসা দ্য আমব্রোসিও, সান মারিনো
বিশ্বের সবচেয়ে ছোট দেশ সান মারিনোর এই রাষ্ট্রপ্রধানের বয়স মাত্র ২৯।
কিম জং আন, উত্তর কোরিয়া
অত সুনাম নেই, চাকচিক্য নেই - তবে উত্তর কোরিয়ার নেতা কিম জং আন বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম রাষ্ট্রপ্রধান । তার বয়স ৩৪।
ইউরি রাতাস, এস্তোনিয়া
সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র এস্তোনিয়ার কোয়ালিশন সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন ইউরি রাতাস। তার বয়স ৩৮।
ভোলোদিমির গ্রসম্যান, ইউক্রেন
ইউক্রেনের প্রধানমন্ত্রী মি গ্রসম্যানের বয়স ৩৮, যদিও তার দেশের সর্বেসর্বা প্রেসিডেন্টে পেত্রো পোরোশেনকো।
শেখ তামিম বিন হামাদ আল থানি, কাতার
২০১৩ সালে তিনি তার বাবার কাছ থেকে ক্ষমতা পেয়ে কাতারের আমির হয়েছেন। বয়স ৩৬। ২০২২ সালের কাতারের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পেছনে শেখ আল থানির বিশেষ ভূমিকা ছিল।