আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
দশম জাতীয় সংসদে আড়াই হাজারবার কটূক্তি
দশম জাতীয় সংসদের সপ্তম থেকে ত্রয়োদশ অধিবেশনে বিভিন্ন আলোচনা পর্বে আড়াই হাজারেরও বেশি বার প্রতিপক্ষকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক, কটু ও অশালীন শব্দ ব্যবহৃত হয়েছে।
এর মধ্যে, সংসদের বাইরে থাকা রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে ২ হাজার ১০১ বার এবং সংসদের ভেতরে থাকা প্রতিপক্ষকে নিয়ে ৪৩৩ বার কটূক্তি, অশালীন ও আক্রমণাত্মক শব্দ ব্যবহৃত হয়েছে।
'পার্লামেন্ট ওয়াচ' নামে বাংলাদেশে দশম সংসদের গত এক বছরের কর্মকাণ্ড নিয়ে আজ প্রকাশ করা এক গবষেণা প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি।
গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে টিআইবি আরো জানিয়েছে, এ সময়কালে মোট সময়ের ১৫ শতাংশ ব্যয় হয়েছে অসংসদীয় ভাষা ব্যবহারে।
যা সংসদীয় আচরণবিধির ব্যত্যয় বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
আরো পড়ুন:'মুফতি হান্নানের ভাবান্তর নাই'
তবে, এ সময়কালে সংসদে সদস্যদের উপস্থিতি বাড়াসহ বেশ কিছু ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ঐ প্রতিবেদনে।
এছাড়া আইন প্রণয়নের সময় বাড়া, এবং কোরাম-সংকট আগের তুলনার কমেছে।
সেই সঙ্গে আগের তুলনায় প্রধান বিরোধী দল সক্রিয় হওয়া চেষ্টা করছে।
তবে তাদের দ্বৈত ভূমিকা এখনো অব্যাহত আছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।