কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির জয়

ছবির উৎস, focusbangla
বাংলাদেশে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দিন মন্ডল।
১০৩ টি কেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্রের ফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে।
নির্বাচনে মোট ভোটার ছিলো ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন।, তবে মোট এক লাখ ৩২ হাজার ৬৯০ ভোট পড়েছে।
এর মধ্যে ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৬৮ হাজার ৯৪৮ ভোট, আর আওয়ামী লীগের প্রার্থী আনজুম সুলতানার নৌকা প্রতীকে পড়েছে ৫৭ হাজার ৮৬৩ ভোট।
অর্থাৎ ১১০৮৫ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপি'র প্রার্থী মনিরুল হক সাক্কু। দ্বিতীয়বারের মতো তাঁকে কুমিল্লার মেয়র হিসেবে নির্বাচিত করলেন ভোটাররা।
বিরোধী দল বিএনপি কি এবারো নির্বাচনে বিজয়ী হয়ে মেয়র পদটি ধরে রাখতে পারবে নাকি ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রথমবারের মতো এ পদটি জিতে নিবে- এমন কৌতূহলের মধ্যেই বৃহস্পতিবার সকাল আটটায় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়।
বিকাল চারটায় শেষ হয় ভোটগ্রহণ।
কুমিল্লা সিটি কর্পোরেশনের এটি দ্বিতীয় নির্বাচন।
২০১২ সালের নির্বাচনে তখনকার আওয়ামী লীগ প্রার্থী আফজল খানকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন মনিরুল হক সাক্কু।
এবার মিস্টার খানের মেয়ে আনজুম সুলতানাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন তিনি।

ছবির উৎস, focusbangla
নির্বাচনের ফল ঘোষণার আগে রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দিন মন্ডল জানান, 'ছোটখাটো দুই একটি গোলযোগপূর্ণ ঘটনা ছাড়া, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে"।
তিনি বলেন, অনিয়ম ও গোলযোগের কারণে দুটি কেন্দ্রের ভোট স্থগিত হয়েছে। তবে সে দুটি কেন্দ্রের মোট ভোট সংখ্যা ৬৭০০ এবং সেটি দুই প্রার্থীর ভোট ব্যবধানের চেয়ে কম হওয়ায় তা মেয়র পদে ফলে কোনো প্রভাব রাখছে না। আর সেকারণে ওই দুটি কেন্দ্রে আর ভোটাভুটি হবে না বলে জানান তিনি।
আগামীকাল আনুষ্ঠানিকভাবে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
আরো পড়ুন:








