কোহলি-ভিজয়ের সেঞ্চুরিতে প্রথম দিন ভারতের

হায়দ্রাবাদ টেস্টের প্রথম দিনে অধিনায়ক ভিরাট কোহলি ও ওপেনার মুরলী ভিজয়ের সেঞ্চুরির সুবাদে ভারত দিনের শেষে বাংলাদেশের বিরুদ্ধে ৩ উইকেট হারিয়ে ৩৫৬ রান তুলেছে।

ভিরাট কোহলি দিনের শেষে ১১১ রানে অপরাজিত আছেন, তার সঙ্গে ক্রিজে আছেন আজিঙ্কা রাহানে ৪৫ রানে।

এর আগে মুরলী ভিজয় ও চেতেশ্বর পূজারার ১৭৮ রানের জুটিই ভারতকে শক্ত অবস্থানে দাঁড় করিয়ে দেয়।

লাঞ্চের পরের সেসনে পূজারা ৮৩ রানে আউট হয়ে গেলেও ভিজয় প্যাভিলিয়নে ফেরেন সেঞ্চুরি করেই।

ব্যক্তিগত ১০৮ রানে তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে আউট হন মুরলী ভিজয়।

তবে এর আগে ভিজয়-কে রান আউট করার অতি সহজ সুযোগ হারান মেহেদি হাসান মিরাজ - ভারতীয় ওপেনার সেই জীবন ফিরে পাওয়ার সুযোগের পূর্ণ সদ্ব্যবহারও করেছেন।

দিনের প্রথম ওভারেই ওপেনার লোকেশ রাহুলের উইকেট তুলে নিয়ে বাংলাদেশ ভারতকে যে ঝটকা দিয়েছিল, সেই চাপ অবশ্য তারা ধরে রাখতে পারেনি।

তাসকিন আহমেদের প্রথম ওভারের চতুর্থ বলেই ছিটকে যায় রাহুলের উইকেট। এর পর বাংলাদেশের দুই সিমার তাসকিন ও কামরুল ইসলাম রাব্বি ভারতকে বেশ চাপে রাখলেও আর কোনও উইকেট তারা তুলতে পারেননি।

সারা দিনে বাংলাদেশের প্রাপ্তি বলতে তিন সেসনে তিনটি উইকেট - যেগুলো নিয়েছেন তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ।

এর আগে ভারতের অধিনায়ক ভিরাট কোহলি টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।

ভারতের শুরুটা ভাল না-হলেও দিনের শেষে অবশ্য দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা প্রমাণ করেছেন সেই সিদ্ধান্ত ভুল ছিল না।

অন্য দিকে বাংলাদেশ দলকে খারাপ ফিল্ডিং ও সহজ ক্যাচ ছাড়ার জন্য চড়া দাম দিতে হয়েছে।

দিনের শেষ সেসনে ভিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে খেলেছেন অত্যন্ত সাবলীল গতিতে। প্রথম দিনের শেষ দশ ওভারে তারা প্রায় ওয়ান-ডের মতো খেলে ৭১ রান তুলেছেন।

সব মিলিয়ে ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্টের প্রথম দিনটা মোটেই ভাল গেল না!