আমাজনে গান্ধীর ছবিযুক্ত স্যান্ডেল: ভারতে ক্ষোভ

ছবির উৎস, Amazon screenshot
ইন্টারনেটে পণ্য কেনাবেচার সাইট আমাজনে ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর ছবিওয়ালা স্যান্ডেল বা চপ্পল বিক্রি হচ্ছে - এ খবরে অনেকে ক্ষোভ প্রকাশ করার পর সাইটটি তা সরিয়ে নিয়েছে।
মাত্র কয়েকদিন আগে আমাজনে ভারতীয় পতাকা আঁকা পাপোষ বিক্রি হবার খবর নিয়ে ভারতে ক্ষোভ সৃ্টি হলে - আমাজন তা নিয়ে দু:খ প্রকাশ করে।
এর পরই গান্ধীর ছবিওয়ালা ফ্লিপফ্লপ - যাকে বাংলায় সাধারণত: স্যান্ডেল বা চপ্পল বলা হয় - তা আমাজনে বিক্রির খবরটি বেরোয় এবং তা নিয়েও ভারতের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ শুরু করেন।
ভারতে মোহনদাস করমচাঁদ গান্ধী অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তিত্ব এবং তিনি জাতির পিতা বলেও পরিচিত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, আমাজন ইউএস যেন ভারতীয়দের অনুভূতিকে সম্মান করে এটা তাদের জানিয়ে দেবার জন্য ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসকে বলা হয়েছে।
ভারত সরকারের অর্থনৈতিক বিষয়ক সচিব শক্তিকান্ত দাস এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রোধ প্রকাশ করেন।
তিনি লেখেন, ভারতীয় প্রতীকী বিষয়গুলোর প্রতি উপেক্ষা প্রদর্শন করলে আমাজনই ক্ষতিগ্রস্ত হবে।

ছবির উৎস, Getty Images
এর আগে আমাজনে ভারতীয় পতাকাওয়ালা পাপোষ বিক্রির ঘটনার পর পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজআমাজনের প্রতি নি:শর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বলেন , তা না করলে আমাজনের কর্মকর্তাদের ভিসা দেয়া হবে না।
আমাজন ইন্ডিয়ারএকজন কর্মকর্তা জবাবে বলেছিলে ন, তাদের তারা কাউকে অপমান করতে চান নি বরং আমাজন সবসমই ভারতীয় সংস্কৃতি ও রীতিনীতিকে সম্মান দেখাতে অঙ্গীকারবদ্ধ।
সবশেষ গান্ধীর ছবিওয়ালা স্যান্ডাল নিয়ে আমাজন এখনো কোন মন্তব্য করে নি।








