আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
বিহারে মদ নিষিদ্ধ করা নিয়ে আদালত-সরকার লড়াই
ভারতের বিহার রাজ্যে মদ বিক্রি ও পানের ওপর নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে গত দুদিনে আদালত ও সরকারের লড়াই শুরু হয়েছে।
বিহারের হাইকোর্ট দু'দিন আগে উত্তরাঞ্চলীয় এ রাজ্যটিতে মদ বিক্রি ও পানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা বাতিল করে দেয়।
এর পর রাজ্যটির সরকার বলছে, তারা একটি নতুন এবং আরো কঠোর এ্যালকোহল-বিরোধী আইন করছে - যা অবিলম্বে কার্যকর হবে।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, তিনি এই নিষেধাজ্ঞার মাধ্যমে 'সমাজের কল্যাণ করবেন।' এই আইনে কোন বাড়িতে মদ পাওয়া গেলে সে বাড়ির সকল প্রাপ্তবয়স্ক বাসিন্দার গ্রেফতার ও বর্ধিত মেয়াদের জেল হবে।
তবে মদ উৎপাদনকারী কোম্পানির একজন আইনজীবী বলেছেন, তার ধারণা এই নতুন নিষেধাজ্ঞাও আদালতে বাতিল হয়ে যাবে।
এর আগে নিষেধাজ্ঞা বাতিল করে উচ্চ আদালতের দেয়া রায়ে বলা হয়, এটা 'বেআইনি, বাস্তববর্জিতএবং অসাংবিধানিক'।
গত ৫ই এপ্রিল ওই নিষেধাজ্ঞা আরোপের পর বিহারে ১৩ হাজার লোককে গ্রেফতার করা হয়। তবে রাজ্যের মহিলারা এর পক্ষে ছিলেন, কারণ তাদের মতে মদ্যপান পরিবারের মধ্যে নির্যাতন এবং দারিদ্র্য বাড়ায়।
বিহারে এ বছর আগস্ট মাসে দেশী মদ পান করে ১৩ জনের মৃত্যু হয়।