আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

এই সংঘাত ‘গত সপ্তাহে নয়, শুরু হয়েছে ১৯৪৮ সালে’, সাবেক হামাস নেতা

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর ও ইসরায়েলের বাহিনী সাথে তাদের সংঘাতের আজ অষ্টম দিন। ইসরায়েল গাজায় হামলা চালানোর আগে উত্তর গাজার বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।সেখানকার সর্বশেষ খবর জানাতে বিবিসি বাংলার লাইভ আয়োজন।

সরাসরি কভারেজ

  1. এই সংঘাত ‘গত সপ্তাহে নয়, শুরু হয়েছে ১৯৪৮ সালে’, সাবেক হামাস নেতা

    হামাসের সাবেক এক নেতা মন্তব্য করেছেন যে হামাসের সদস্যরা গত শনিবার ইসরায়েলে যে হামলা করেছে তা ‘ইসরায়েলের দখল নির্মূল করতে’ এবং তিনি হামাস ‘সদস্যদের কাজে গর্বিত।’

    তুরস্কের হাবেরতুর্ক টিভির সাথে কথা বলার সময় হামাসের পররাষ্ট্র বিষয়ক সম্পর্কের প্রধান খালিদ মেশাল মন্তব্য করেন যে এই সংঘাত ‘গত সপ্তাহে নয়, ১৯৪৮ সালে শুরু হয়েছে।’

    তিনি বলেন: “ইসরায়েল সবসময় বলে এসেছে যে তাদের সেনাবাহিনী সবচেয়ে শক্তিশালী ও অজেয়। আমরা যখন দেখি যে তারাও কয়েকঘণ্টার মধ্যে হেরে গিয়েছে, আমরাও অবাক হয়ে যাই।”

    হামাস সদস্যরা শিশু, নারীসহ বেসামরিক নাগরিকদের ওপর যে হামলা করেছে, সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন: “আমরা তাদের (হামাস সদস্যদের) বারবার বলে এসেছি এই ধরনের কাজ না করতে। কিন্তু যুদ্ধের সময় এমন পরিস্থিতি তৈরি হতেই পারে।”

    “ইসরায়েলও কি সবসময় এই কথাই বলে না? তারাও কি বলে না যে তারা এই কাজ (বেসামরিক নাগরিক হত্য) অনিচ্ছাকৃতভাবে করেছে?”

    তাকে জিজ্ঞেস করা হয় যে হামাস কি তাহলে ইসরায়েলি বাহিনীর মতই কাজ করলো?

    এই প্রশ্নের জবাবে তিনি বলেন যে দুই পক্ষের কাজের মধ্যে ‘বড় পার্থক্য’ রয়েছে।

    “আমরা এই ভূখণ্ডের মালিক। বাইরে থেকে যখন শত্রু আসে, সৈন্য বা বেসামরিক ব্যক্তি, সবাই তখন শত্রু। আমার ভূখণ্ডে যেই আসুক (দখল করতে), সেই শত্রু এবং দোষী।”

  2. গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানের প্রতিবাদে বিভিন্ন দেশে প্রতিবাদ

  3. গাজার হাসপাতাল থেকে সরে যাওয়ার সময় এগিয়ে এনেছে ইসরায়েল

    উত্তর গাজা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার প্রক্রিয়া চলমান থাকতে থাকতেই গাজা সিটির আল কুদস হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেয়ার জন্য নতুন সময়সীমা বেঁধে দিয়েছে ইসরায়েল।

    ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটিকে বলা হয়েছে স্থানীয় সময় বিকেল ৪টার (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) মধ্যে হাসপাতাল থেকে রোগী ও কর্মীদের সরিয়েনিতে।

    রেড ক্রিসেন্ট সোসাইটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে জানায় যে শুরুতে এই সময়সীমা ছিল স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৯টা)। পরে একবার জানানো হয় যে দুপুর ১২টায় হাসপাতাল খালি করতে হবে।

    সবশেষে বিকেল ৪টার মধ্যে হাসপাতাল খালি করার নির্দেশনা দেয়া হয়।

    সংস্থাটি বিবৃতিতে জানিয়েছে যে অসুস্থ ও আহতদের সেবা দিতে তারা দায়বদ্ধ। সে কারণে তারা হাসপাতাল খালি করতে পারবে না।

  4. গাজার বাসিন্দাদের সরিয়ে নেয়ার বিষয়টি ‘স্পষ্টভাবে প্রত্যাখ্যান’ করেছে কাতার ও সৌদি আরব

    গাজার ভেতরে এক জায়গা থেকে আরেক জায়গায় ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার বিষয়টি সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব ও কাতার।

    কাতারের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে ‘গাজায় অবরোধ প্রত্যাহার ও ফিলিস্তিনি নাগরিকদের আন্তর্জাতিক ও মানবাধিকার আইন অনুযায়ী পূর্ণ নিরাপত্তা’ প্রদানের আহ্বান জানানো হয়।

    একই ধরণের বিবৃতি দেয়া হয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্শ এক্সে।

    তারা গাজার বাসিন্দাদের জন্য ত্রাণ ও চিকিৎসা সেবা সরবরাহের আহ্বান জানিয়েছে। তাদের বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে যে: “তাদের (গাজার বাসিন্দাদের) নাগরিক সুযোগ সুবিধা বঞ্চিত করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী।”

  5. গাজার শরণার্থী শিবিরে যেভাবে থাকছেন ফিলিস্তিনিরা

  6. উত্তর গাজা থেকে সরে যাওয়ার সময় ফিলিস্তিনি গাড়িবহরে হামলা

    গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণে সরে যাওয়ার সময় ফিলিস্তিনি একটি গাড়িবহরে হামলার খবর প্রথম প্রকাশিত হয় শুক্রবার সন্ধ্যায়। ঐ হামলায় নিহতদের একটা বড় অংশ শিশু ও নারী।

    ঘটনাস্থলের ভিডিওতে উঠে আসে হামলার ভয়াবহতা।

    বিবিসি নিশ্চিত হয়েছে যে হামলার ঘটনাটি ঘটে সালাহ আল-দিন সড়কে। যে দুটি সড়ক দিয়ে উত্তর গাজা থেকে দক্ষিণ গাজায় সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছিল, এটি তার একটি।

    ভিডিও ফুটেজে অন্তত ১২টি মরদেহ দেখা যায়, যার অধিকাংশই শিশু ও নারীদের। শিশুদের কারো কারো বয়স দুই থেকে পাঁচ বছরের মধ্যে। ধারণা করা হচ্ছে যে ভিডিওটি স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার কাছাকাছি সময়ের।

    ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ঐ হামলায় ৭০ জন মারা গেছে। তারা বলছে ইসরায়েল এই হামলা চালিয়েছে।

    ইসরায়েল ডিফেন্স ফোর্সেস, আইডিএফ বলছে যে তাদের শত্রুরা বেসামরিক নাগরিকদের গাজার দক্ষিণে চলে যেতে বাধা দিচ্ছে।

  7. হামাসের সাথে ‘দেখা করার আশা’ রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রীর

    রাশিয়ার রাষ্ট্রায়ত্ব সংবাদ সংস্থ রিয়া-নভোস্তি খবর প্রকাশ করেছে যে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা করতে কাতারে হামাস প্রতিনিধিদের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ।

    বিবিসি রাশিয়ার এডিটর স্টিভ রোজেনবার্গ সম্প্রতি তার একটি লেখায় উল্লেখ করেছেন যে হামাস ও ইসায়েলি বাহিনীর মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতা করতে চায় মস্কো। তিনি বলছেন, ইরান ও হামাস দুই পক্ষের সাথেই রাশিয়ার সম্পর্কে কাজেলাগাতে চাইছে তারা।

    সংবাদ সংস্থা রিয়া-নভোস্তিকে মিখাইল বোগদানভ বলেছেন যে তার কাতার সফরে হামাস প্রতিনিধিদের সাথে বৈঠকের বিষয়টি ‘বাদ দেয়া’ হয়নি।

    তিনি বলেছেন: “তারা যদি চায়, আমাদের সাথে সবসময়ই যেগাযোগ করতে পারবে। বিশেষ করে এই পরিস্থিতিতে জিম্মি সমস্যা সমাধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা (বৈঠক) রাখা সম্ভব।”

  8. এখন পর্যন্ত যা হয়েছে

    ইসরায়েল ও গাজায় স্থানীয় সময় এখন দুপুর একটার কাছাকাছি। শনিবার সারাদিনে যা যা হল তা সংক্ষেপে তুলে ধরা হল।

    • সর্বাত্মক হামলা চালানোর আগে উত্তর গাজায় বসবাসরত দশ লাখের বেশি ফিলিস্তিনেকে দক্ষিণ দিকে সরে যেতে বলেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস, আইডিএফ।
    • বেসামরিক নাগরিকদের স্থানীয় সময় সকাল ১০টা থেকে ৪টার মধ্যে (বাংলাদেশ সময় দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা) উত্তর গাজা এলাকা ছেড়ে দক্ষিণ দিকে সরে যেতে বলা হয়েছে।
    • বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ মানবিক বিপর্যয় তৈরি করবে বলে বলছে মানবাধিকার সংস্থাগুলো।
    • ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের হামলায় গত এক সপ্তাহে দুই হাজার ২১৫ জন ফিলিস্তিনি মারা গেছে এবং ৮৭০০ মানুষ আহত হয়েছেন।
    • ইসরায়েল জানিয়েছে তাদের ১৩০০’র বেশি মানুষ গত এক সপ্তাহে মারা গেছে।
    • ইসরায়েলি বাহিনী গাজা থেকে জিম্মি থাকা ইসরায়েলিদের মরদেহ উদ্ধার করেছে বলে খবর প্রকাশিত হলেও সেই খবর ‘সঠিক নয়’ বলে বিবৃতি দিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস।
  9. যুক্তরাষ্ট্রের নাগরিকরা গাজা ছাড়তে পারবে, জানিয়েছে ইসরায়েল ও মিশর

    যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, যুক্তরাষ্ট্রের নাগরিকরা গাজার রাফাহ সীমান্ত ক্রসিং পার হয়ে মিশরে প্রবেশ করতে পারবে।

    শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঐ সীমান্ত ক্রসিং খোলা রাখার একটি চুক্তিতে পৌঁছেছে ইসরায়েলি ও মিশরীয় সরকার।

    তবে হামাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের ঐ সীমান্ত পার হয়ে মিশরে যাওয়ার অনুমতি দেবে কিনা, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

  10. ব্রেকিং, গাজায় নিহতের সংখ্যা ২২০০ ছাড়িয়েছে, আহত ৮৭০০

    ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় এখন পর্যন্ত অন্তত দুই হাজার ২১৫ জন মারা গেছে এবং আট হাজার ৭১৪ জন আহত হয়েছে।

    এছাড়াও পশ্চিম তীরে ৫৪ জন মারা গেছে ও ১১০০ মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে তারা।

  11. গাজার মানবেতর পরিস্থিতি

  12. ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ায় ‘সংঘাত বিস্তার’ করতে পারে, জর্ডান

    জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন যে ফিলিস্তিনিদের সরে যাওয়ার জন্য ইসরায়েলের নেয়া নতুন কোনো পদক্ষেপ ঐ অঞ্চলকে আরো বিস্তৃত সংঘাতের ‘অতলে’ নিয়ে যাবে।

    জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি এক বিবৃতিতে বলেছেন যে গাজায় মানবিক সহায়তা বন্ধ করে এবং উত্তর গাজার বাসিন্দাদের সরে যেতেন নির্দেশ দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে।

  13. হামাসের হামলার ভুক্তভোগী বিদেশি নাগরিকরা

    গত সপ্তাহে হামাসের হামলার পর কতজন বিদেশি নাগরিক মারা গেছেন বা নিখোঁজ রয়েছেন, তার একটি তালিকা তৈরি করেছে বার্তা সংস্থা এএফপি।

    এখন পর্যন্ত মারা গেছেন, নিখোঁজ রয়েছেন বা জিম্মি অবস্থায় আছেন – এমন ১০০ জনেরও বেশি মানুষের একটি তালিকা তৈরি করেছে এএফপি।

    • যুক্তরাষ্ট্র ২৭ জন নিহত
    • থাইল্যান্ড ২৪ জন নিহত
    • ফ্রান্স ১৫ জন নিহত
    • নেপাল ১০ জন নিহত
    • আর্জেন্টিনা ৭ জন নিহত
    • ইউক্রেন ৭ জন নিহত
    • রাশিয়া ৪ জন নিহত
    • যুক্তরাজ্য ৪ জন নিহত
    • চিলি ৪ জন নিহত
    • অস্ট্রিয়া ৩ জন নিহত
    • বেলারুশ ৩ জন নিহত
    • কানাডা ৩ জন নিহত
    • চীন ৩ জন নিহত
    • ফিলিপিন্স ৩ জন নিহত
    • ব্রাজিল ৩ জন নিহত
    • পেরু ২ জন নিহত
    • রোমানিয়া ২ জন নিহত
    • অস্ট্রেলিয়া, আজারবাইজান, ক্যাম্বোডিয়া, আয়ারল্যান্ড, পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ড, কলম্বিয়া, প্যারাগুয়ে: ১ জন নিহত
    • জার্মানি, মেক্সিকো: বহু মানুষ জিম্মি
    • তালি, প্যারাগুয়ে, শ্রীলঙ্কা, তানজানিয়া: বহু মানুষ নিখোঁজ
  14. ‘বেসামরিক বাসিন্দারা আমাদের শত্রু নয়’, আইডিএফ

    ইসরায়েল ডিফেন্স ফোর্সেস, আইডিএফের একজন কর্মকর্তা এক ভিডিও বার্তায় মন্তব্য করেছেন যে গাজার বেসামরিক বাসিন্দারা তাদের ‘শত্রু নয়।’

    আইডিএফের আন্তর্জাতিক মুখপাত্র জোনাথন কনরিকার ঐ ভিডিও বার্তায় বলেছেন: “আমরা বেসামরিক নাগরিকদের সরিয়ে দেয়ার চেষ্টা করছি। কিন্তু ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ঐ অঞ্চল ছেড়ে যেতে বাধা দিচ্ছে হামাস।”

    তিনি মন্তব্য করেছেন যে বেসামরিক নাগরিকরা যেন সংঘাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যে তারা তাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

    “তারা (বেসামরিক নাগরিক) আমাদের শত্রু নয়। আমরা তাদের হত্যা করতে বা আহত করতে চাই না। আমরা হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছি। আমরা হামাসের সেনা অবকাঠামো লক্ষ্য করে আঘাত করবো।”

    ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন যে বেসামরিক নাগরিকদের অনেকে সরে যেতে চাইলেও হামাস সদস্যরা তাদের দক্ষিণে সরে যাওয়া থেকে বাধা দিচ্ছেন।

    আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত রিপোর্টের বরাত দিয়ে তিনি বলেন: “মেসেজের মাধ্যমে এবং চেকপোস্টে বাধা দিয়ে হামাস বেসামরিক নাগরিকদের উত্তর গাজা থেকে সরে যেতে বাধা দিচ্ছে।”

  15. গাজা থেকে মানুষ স্থানান্তর যুদ্ধাপরাধ, বলছেন জ্যান এগেল্যান্ড

    অসলো চুক্তির একজন সমন্বয়ক ও ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে আলোচনা প্রক্রিয়া শুরু করার পেছনে ভূমিকা রাখা নরওয়েজিয়ান কূটনীতিক জ্যান এগেল্যান্ড মন্তব্য করেছেন যে উত্তর গাজা থেকে বাসিন্দাদের সরিয়ে দেয়ার নির্দেশ জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধাপরাধের শামিল।

    বিবিসি’র রেডিও ফোর অনুষ্ঠানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন গাজায় হতে যাওয়া মানবিক ‘বিপর্যয়’ সামাল দেয়ার কোনো কার্যকরী পন্থা এখন নেই।

    তিনি মন্তব্য করেছেন: “ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক শিশু রয়েছে, সেখানকার কারো পক্ষে তাদের উদ্ধার করা সম্ভব নয়। বসবাসের অযোগ্য হাজার হাজার ঘরবাড়ি রয়েছে। হাজার হাজার মানুষ জীবন বাঁচাতে পালাচ্ছে।”

    পশ্চিমারা এখনও ঐ অঞ্চলের পরিস্থিতি ঠিকমতো বুঝে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন তিনি।

  16. ছবিতে গাজার পরিস্থিতি

  17. গাজায় এক হাজারের বেশি ভবন ধ্বংস হয়েছে, জাতিসংঘ

    ইসরায়েলের সপ্তাহব্যাপী বোমা হামলায় গাজা উপত্যকায় ১৩০০’র বেশি ভবন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

    জাতিসংঘের মানবাধিকার সংস্থা অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স জানিয়েছে যে ধ্বংস হওয়া ভবনগুলোয় ‘পাঁচ হাজার ৫৪০টি বসতবাড়ি’ ছিল, যার মধ্যে তিন হাজার ৭৫০টি বাসা এমনভাবে ধ্বংস হয়েছে যে সেগুলো আর বসবাসযোগ্য নেই।

  18. সংঘাতের এক সপ্তাহ: এখন পর্যন্ত যা হয়েছে

    • এক সপ্তাহ আগে গত শনিবার হামাস ইসরায়েলের ওপর আকস্মিক হামলা চালায়। ঐ ঘটনার পর ইসরায়েল গাজায় পাল্টা রকেট ও বিমান হামলা চালায়। এক সপ্তাহ ধরে চলা এই সংঘাতে দুই পক্ষেরই হাজার হাজারমানুষ মারা গেছে।
    • হামাসের সশস্ত্র সদস্যরা ইসরায়েলে রকেট হামলা চালায়, হামাস সদস্যরা গাজা উপত্যকার কাছে ইসরায়েলি বসতিতে ঢুকে পড়ে। হামাসের হামলায় এখন পর্যন্ত অন্তত ১৩০০ মানুষ মারা গেছে এবং এখনও ১৫০ জনের বেশি ইসরায়েলি জিম্মি রয়েছে হামাসের হাতে।
    • এই হামলার জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক বোমা হামলা চালায়। এই হামলায় এখন পর্যন্ত প্রায় দুই হাজার মানুষ মারাগেছে। আহত হয়েছে প্রায় সাত হাজার। ঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে প্রায় তিন লাখ ৩৮ হাজার মানুষ।
    • গাজায় ইসরায়েলি বাহিনী পরিপূর্ণ অবরোধ আরোপ করেছে। গাজার জ্বালানি, খাবার ও পানি প্রায় শেষের পথে। ইসরায়েলিরা বলছে, হামাসের কাছে থাকা জিম্মিদের না ছাড়া পর্যন্ত এই অবরোধ চলবে।
    • ইসরায়েল তাদের রিজার্ভে থাকা ৩ লাখ সৈন্য সহ বিপুল পরিমাণ সেনা জড়ো করেছে গাজার কাছে।
  19. গাজায় সর্বশেষ যে পরিস্থিতি

    • উত্তর গাজা থেকে সরে যাওয়ার জন্য ইসরায়েলি বাহিনী সতর্ক করার পর গাড়িতে, হেঁটে, ট্রাকে করে গাজার দক্ষিণে যাচ্ছে মানুষ।
    • ইসরায়েলি সেনাবাহিনীর স্থল হামলা চালানোর আগে সেখানকার প্রায় ১১ লাখ মানুষকে সরে যেতে বলা হয়েছে।
    • জাতিসংঘ এই নির্দেশকে ‘ভয়াবহ’ হিসেবে বর্ণনা করেছে। বেসামরিক নাগরিক যেন না মারা যায়, তা নিশ্চিত করতে ইসরায়েলকে পদক্ষেপ নিতে বলেছে যুক্তরাষ্ট্র।
    • গাজায় সম্পূর্ণ অবরোধ চলছে। সেখানকার প্রায় ২৩ লাখ মানুষের জ্বালানি, খাবার ও পানি শেষের দিকে।
    • দক্ষিণ লেবাননে কাজ করার সময় সংবাদ সংস্থা রয়টার্সের সাংবাদিক ইসাম আবদাল্লাহ মারা গেছেন।
  20. সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে গাজার বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলিরা

    ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন উত্তর গাজার বেসামরিক নাগরিকদের দুটি রাস্তা ব্যবহার করে দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

    সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি আরবি পোস্টে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের (অইডিএফ) মুখপাত্র আভিচে আদ্রাই লিখেছেন যে স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টার (বাংলাদেশ সময় দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা) মধ্যে দুটি পথ ব্যবহার করে ‘কোনো ক্ষয়ক্ষতি ছাড়া’ গাজার নাগরিকরা দক্ষিণে সরে যেতে পারবেন।

    গাজা সিটি’র বাসিন্দাদের বেইত হানুন থেকে খান ইউনিসের দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা।

    সমুদ্র উপকূলের কাছে ও অলিভ শহরের পশ্চিমে বসবাসকারী নাগরিকদের দালদুল ও আল-সানার রাস্তা ব্যবহার করে সালাহ আল-দিন ও আল-বাহরে সরে যেতে দেয়া হবে বলে উল্লেখ করা হয়েছে বার্তায়।